বাচ্চাদের কিছু মিউজিক-ফ্রি ইউটিউব চ্যানেল

বিসমিল্লাহির রহমানির রহিম

সন্তানকে শিশু অবস্থায় বাবা মা, পরিবারের সদস্য নিজেরাই যদি  নির্মল আনন্দ, শিক্ষা, খেলাধূলা, পবিত্র সংস্কৃতির রুপরেখা, আদর সোহাগমাখা আদব কায়দা,শাসন দিয়ে সময় দেন,এইভাবে যে শিশুটি বড় হয় সে ইন শা আল্লাহ সুন্দর মানুষ হয়ে গড়ে উঠবে।

তদপুরি ডিজিটাল যুগে যন্ত্রের ছোয়া ছাড়া যেনো কেউ চিন্তা করতে পারে না। মহান আল্লাহ আমাদের সচেতনভাবে পথ চলাকে জান্নাতের পানে সহজ করে দিন।

বর্তমানে এমন এক সময় অতিবাহিত করছি যে, বেশীর ভাগ শিক্ষনীয় চ্যানেল বা নেট বেজড সোর্সগুলোতে মিউজিক সংযোজন করে রেখেছে। এমনকি কিছু ইসলামিক বিষয়তেও হালকা করে ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করে থাকে অনেকেই। কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন হারাম বেশী অল্প বলে কথা নেই, যা হারাম তা একটু পরিমানও হারাম।

ছোট ছোট শিশুরা ফিতরাত হলো ইসলাম। মহান আল্লাহ যা পছন্দ করেন তা তাদের পছন্দ, আর মহান আল্লাহ যা অপছন্দ করেন, সেটা তাদের অপছন্দ, ফিতরাতগতভাবে।

পিতা মাতা অভিভাবক, পরিবেশে যারাই আছেন তারাই শুরু করে দেন ফিতরাতকে সংরক্ষন বা নষ্ট করে বিপরীতমুখী জিনিষ সেট করে দিতে।

আমরা যেন শুরু থেকেই (সন্তান আসবে ইন শা আল্লাহ) তখন থেকেই প্রস্তুতি নেই ফিতরাত সংরক্ষনের ভূমিকায় অবতীর্ণ  হওয়ার।

বাচ্চাদের কিছু মিউজিক-ফ্রি ইউটিউব চ্যানেল
বাচ্চাদের জন্য তাজউয়ীদ:
Qaida Nuraniyah girl edition:
Qaida Nuraniyah boy edition:
নবীদের গল্প (বাংলা): https://www.youtube.com/channel/UCuAyZMb3xHNyfKe4qEDo4kg
 নবী রাসূল ও সাহাবীদের গল্প (ইংলিশ):
Quran hifz with children (Mishary Al-Afasi):
Learn Arabic With Zakaria:
Quran for Kids in arabic (القرآن للأطفال)
Learn with Zaky (English Cartoons):
Learn Arabic with Zaky:
Anaasheed ArRawdah (Arabic Learning Cartoon)