হজ্জ ও ওমরাহ সংক্রান্ত হাদীসঃ১৩

আসসালামু’আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

দয়াময় মেহেরবান আল্লাহর নামে

বিলাল বিন রাবাহ (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযদালিফার প্রভাতে তাঁকে বললেন, ‘‘হে বিলাল! জনমণ্ডলীকে নীরব হতে আদেশ কর।’’ অতঃপর তিনি বলেন, ‘‘অবশ্যই আল্লাহ তোমাদের এই (মুযদালিফার) অবস্থান ক্ষেত্রে তোমাদের উপর অনুগ্রহ বর্ষণ করেছেন। ফলে তোমাদের মধ্যে সৎশীলব্যক্তির কারণেই গোনাহগারকে প্রদান করেছেন (বহু কিছু)। আর সৎশীল লোকদেরকে তাই প্রদান করেছেন, যা তারা তাঁর নিকট প্রার্থনা করেছে। আল্লাহর নাম নিয়ে (মিনার দিকে) যাত্রা শুরু কর।’’ (ইবনে মাজাহ ৩০২৪, সিলসিলাহ সহীহাহ ১৬২৪)