বিতর সালাত কাজা আদায় করনীয়

আসসালামুআলাইকুম

বিতর সালাত সুন্নাতে মু’আক্কাদাহ অধিকাংশ স্কলার্স অভিমত, কেউ বলেছেন অত্যাবশকীয়।তবে হাদীসের আলোকে জোড়ালোমত হলো সুন্নাতে মু’আক্কাদাহ। রাসূল স. সফরেও এই সালাত আদায় করেছেন হাদীস থেকে জানা যায়।

ইচ্ছেকরে এই সালাত বাদ দেয়া মুমিনের শোভা পায় না। এই সালাত ফযরের সালাতের  পূর্ব পর্যন্ত আদায় করা যায়।

কোন কারনে রাতে এই সালাত মিস বা না পড়া হলে দিনের বেলায় সেটা আদায় করে নিবেন। মূলত এই সালাত রাতে আদায় করলে বেজোড় সংখ্যা পড়তে হতো কিন্তু যখন অনিচ্ছাকৃত আদায় না হয় সেই ক্ষেত্রে দিনের বেলা সেটার সাথে এক রাক’আত যোগ করে আদায় করবেন। যেমন কেউ যদি ৩ রাক’আত  বিতর সালাত রাতে সব সময় আদায় করে থাকেন, সেইক্ষেত্রে অনাদায়ে দিনে ৪রাক’আত দুই দুই করে (দুই তাসলিম) দিয়ে আদায় করবেন।

১রাক’আত এর ক্ষেত্রে ২রাক’আত, ৫রাক’আতের ক্ষেত্রে ৬রাক’আত এইভাবে দুই দুই করে আদায় করবেন।

মহান আল্লাহ আমাদের সঠিক আমল করার তাওফিক দিন।

https://islamqa.info/en/answers/36793/ruling-on-negligence-in-performing-witr-prayer

https://m.islamqa.info/en/answers/65692/