আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি কুরবানী করা যাবে?

রাসূল সা.-এর তরফ থেকে কুরবানী

তিরমিযী ও আবূ দাউদে আলী রা. বর্ণিত একটি যঈফ হাদীসে আছে যে, তিনি রাসূল সা. এর পক্ষ থেকে কুরবানী করতেন। তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে, তাকে রাসূল সা. ঐ কুরবানী দেওয়ার জন্য অসিয়ত করে গেছেন (যঈফ আবূ দাউদ: ৫৯৬, যঈফ তিরমিজী: ২৫৫, যঈফ ইবনু মাজাহ:৬৭২, মিশকাত: ১৪৬২ এর টীকা দ্র.)।

রাসূল সা.এর অসিয়ত সংক্রান্ত যঈফ হাদীসটি ব্যতীত এ পৃথিবীর আর কোন হাদীস কিংবা এক লাখেরও বেশী সাহাবীর জীবনী দ্বারা এটা জানা যায় না যে, কোন সাহাবী কিংবা তাবেঈ ও কোন মুসলীম মনীষী নবী সা. এর তরফ থেকে কুরবানী দিয়েছেন। রাসূল মুহাম্মাদ সা. তার উম্মতের পক্ষ থেকে ইসালে-সওয়াবের মুখাপেক্ষী নন।