নবী কাহিনীঃ ভূমিকা

 

আসসালামু’আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

সহায়ক গ্রন্থঃ নবী কাহিনী; প্রফেসর আসাদুল্লাহ গালিব

লেকচার প্রফেট স্টোরীঃ মুফতি ইসমাইল মেঙ্ক

কুর’আন তাফসীর ও সহিহ হাদীস

১। নবী কাহিনীঃ ভূমিকা

 

 

 নবী কাহিনীঃ ভূমিকা কেনো নবী রাসূলদের ঘটনা জানতে হবে? কুর’আনে উল্লেখিত নবী রাসূলদের নাম ও কিতাব হযরত আদম আ থেকে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত নবী রাসলঃ কুর’আনে বর্নিত নবীদের ধারাবাহিকতা রাসূল ও নবী এর মধ্যে পার্থক্যঃ উযাইর আ কি নবী ছিলেন