৫ম কুইজ (রমাদান মাস ও সাওম)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

 

আসসালামু’আলাইকুম

১। রোজাদারের জন্য জান্নাতের একটি বিশেষ দরজা আছে তার নাম কি?

২। সিয়াম ও কুর’আন কি বলে সুপারিশ করবে?

৩। কোন কাজ করলে শুধুমাত্র ক্ষুধাই ভোগ করবে রোজা কবুল হবে না?

৪। কুর’আনের আলোকে কোন তিনটি জিনিষ সম্পর্কে প্রশ্ন করা হবে যা একসাথে বলা হয়েছে?

৫। রোজাদারের মুখের গন্ধ কার কাছে কেমন অনুভূত হয়?

 

  • ১।  বেহেশতে ‘রাইয়ান’ নামক একটি দরজা আছে, কিয়ামতের দিন এটি দিয়ে রোযাদাররা (জান্নাতে) প্রবেশ করবে। রোযাদার ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। (কিয়ামতের দিন রোযাদারকে ডেকে) বলা হবে, রোযাদাররা কোথায়? তখন তারা উঠে দাঁড়াবে। তারা ছাড়া আর একজন লোকও সে দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরই তা বন্ধ করে দেয়া হবে যাতে ঐ দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে না পারে। সহীহ আল বুখারী: ১৭৬১
  • ২। সিয়াম ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আল্লাহ! আমি তাকে পানাহার ও যৌনাচার থেকে বিরত রেখেছি। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, আমি রাতের ঘুম থেকে তাকে বিরত রেখেছি। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। উভয়ের সুপারিশ কবুল করা হবে। মুসনাদে আহমাদ: ৬৬২৬

৩। রাসূল সা. বলেছেন:

(রোযা থেকেও) কেউ যদি মিথ্যা কথা বলা ও তদনুযায়ী কাজ করা পরিত্যাগ না করে তবে তার শুধু খাদ্য ও পানীয় পরিত্যাগ করায় (রোযা রাখায়) আল্লাহর কোন প্রয়োজন নেই। সহীহ আল বুখারী: ১৭৬৮

মহান আল্লাহ বলেছেন:

৪।     নিশ্চয়ই শ্রবণ, দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ এদের প্রত্যেকটিই জিজ্ঞাসিত হবে। সূরা বনী ইসরাঈল: ৩৬

৫।  আর সেই মহান সত্ত্বার শপথ, যাঁর মুঠিতে মুহাম্মাদের প্রাণ! আল্লাহর কাছে রোযাদারের মুখের গন্ধ কস্তরীর খোশবু থেকেও উত্তম। রোযাদারের খুশীর বিষয় দু’টি। যখন সে ইফতার করে তখন একবার খুশীর কারণ হয়। আরেকবার যখন সে তার রবের সাথে সাক্ষাত করে রোযার বিনিময় পেয়ে খুশী হবে।  সহীহ আল বুখারী: ১৭৬৯