২য় কুইজ (রমাদান মাস ও সাওম)

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু’আলাইকুম

১। সায়ীম কাকে বলে?

২। সিয়ামের আভিধানিক অর্থ কি?

৩। তাকওয়া অর্থ কি?

৪। রমাদান অর্থ কি?

৫। কুর’আনের মাস বলা হয় কোনটিকে?

উত্তরঃ

যিনি সাওম রাখেন তাকে সায়ীম বলে।

সিয়াম বা রোযার আভিধানিক অর্থ – বিরত রাখা, আবদ্ধ রাখা।

তাকওয়া অর্থ আল্লাহ সম্পর্কে সচেতনতা যা আল্লাহ ভীতি, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে লজ্জা ইত্যাদি আরো অনেক কিছুর সমষ্টি

রমাদান অর্থ পুড়িয়ে ফেলা

কুর’আনের মাস বলা হয় রমাদান মাসকে।