১ম কুইজ (হজ্জ ও উমরা)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু’আলাইকুম

১। হজ্জ অর্থ কি?

২। উমরা অর্থ কি?

৩। হজ্জ ও উমরা পালনের পূর্বশর্তসমূহ কি কি?

৪। হজ্জ ও উমরা কবুলের জন্য শর্ত কি কি?

৫। নারীর জন্য মাহরামের শর্ত কি?

 

 

উত্তরঃ

১। আরবী ভাষায় ‘হজ্জ’ অর্থ যিয়ারতের সংকল্প করা। যেহেতু খানায়ে কা’বা যিয়ারত করার উদ্দেশ্যে মুসলমানরা পৃথিবীর চারদিক থেকে নির্দিষ্ট কেন্দ্রের দিকে চলে আসে, তাই এর নাম রাখা হয়েছে ‘হজ্জ’।

ইসলামী শরীয়তের পরিভাষায়,হজ্জ হলো পবিত্র কা’বা শরীফ এবং মক্কা শরীফের সন্নিকটে মীনা, মুযদালিফা ও আরাফার ময়দানে যিলহজ্জ মাসের ৮ থেকে ১২/১৩ তারিখের মধ্যে শরীয়তের বিধি-বিধান অনুসারে কতগুলো আমল (ফরয, ওয়াজিব, সুন্নত) মহান আল্লাহর সন্তুষ্টির জন্য  করাকে হজ্জ বলে।

২। ওমরাহ শব্দের আভিধানিক অর্থ- যিয়ারত করা, দর্শন করা বা আবাদ জায়গার ইচ্ছা করা৷ শরীয়তের ভাষায়- শরীয়ত নির্দেশিত বিশেষ পদ্ধতিতে ইহরামসহ, ক্বা’বা শরীরে চর্তুদিকে তাওয়াফ করা, ‘সাফা’ ও ‘মারওয়া’ পাহাড়দ্বরে মধ্যস্থলে সাঈ করা এবং মাথা মুন্ডানোকে ওমরাহ বলে৷

৩।

মুসলমান হওয়া

বালেগ হওয়া

আকল- বুদ্ধি থাকা

আর্থিক ও শারীরিক সক্ষমতা থাকা।

আর্থিক সক্ষমতা বলতে এখানে বুঝায় হজ্জের খরচ বহন করার পর তার পরিবারের ভরণপোষন চালিয়ে যাওয়ার মতো সম্পদ ও সক্ষমতা থাকতে হবে।

মহিলাদের জন্য আর্থিক ও শারীরিক সক্ষমতার সাথে মাহরাম পুরুষ থাকতে হবে।

৪।

ইখলাস –শুধুমাত্র ও একমাত্র মহান রবের খুশির জন্য হতে হবে।

সুন্নাত অনুসারে- প্রিয় নবী স.এর দেখানো নিয়মে হতে হবে।

শির্কমুক্ত থাকা

হালাল মাল বা অর্থ দিয়ে হজ্জ করা-

মন্দ কাজ ও ঝগড়া থেকে দূরে থাকা,তাকওয়া ও মক্কার ফযিলত অন্তরে জাগ্রত রাখা

হজ্জ উমরাহ বিনষ্টকারী কাজ সমূহ থেকে দূরে থাকা

৫। মাহরামকে অবশ্যই মুসলিম, বিবেকবান এবং প্রাপ্ত বয়স্ক হতে হবে।