রমাদান মাস সংক্রান্ত কুইজ

আসসালামু’আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

রমাদান সংক্রান্ত বেসিক জ্ঞান মনে রাখার জন্য ই এই উদ্যোগ নেয়া। নীচের প্রশ্নের সেটতি আপনারা পরিবারের সদস্যদের নিয়ে, কলিগ বা বন্ধু/ বান্ধব গ্রুপে যাচাই করতে পারেন।

এই প্রশ্শ্ন পত্রের উল্লেখ প্রশ্ন রজব থেকে রমাদান ডায়রী বই থেকে করা, এই সাইটের প্রবন্ধেও এটা আছে।

বই পড়া প্রতিযোগীতা-২০১৯                                                

রমাদান মুবারক                                                             

 

নামঃ                            শ্রেনী/পেশাঃ                         মোবাইল নাম্বারঃ                                              

পূর্ণমানঃ ১০০ ( লিখিতঃ ৯০ মৌখিকঃ ১০)                                    সময়ঃ ১ঘন্টা       তারিখঃ

১। এক কথায় উত্তর দাও—–২৫x২=৫০   ২। সঠিক উত্তরটি টিক দাও—-৩০x১=৩০

৩। শূন্যস্থান পূরন কর———-১০X১=১০  ৪। সূরা ক্বদর অর্থসহ মুখস্থ—–(৫+৫)=১০

(ক) এক কথায় উত্তর দাওঃ

১। ইসলামী ক্যালেণ্ডারে পবিত্র মাস কয়টি ও কি কি?

২। বারোটি মাসের কথা আমরা কোথা থেকে জানতে পারি? কিসের গতিকে হিসেব করে এই মাস নির্ধারন হয়?

৩। মুমিনদের আল্লাহ ও তাঁর রাসূলের দিকে আহবান করলে তারা কি বলে? কোথায় উল্লেখ এসেছে?

৪। দ্বীন অর্থ কি? ইসলামকে দীন হিসেবে পূর্নতা দান ও মনোনীত করার ঘোষনা কোথায় এসেছে?

৫। মহান আল্লাহ কাদের আত্মভোলা বানিয়ে দিয়েছেন? কোন সূরা থেকে জানতে পারি?

৬। আদম সন্তানের অন্তর ব্যস্ততা দিয়ে পূর্ণ করা ও দারিদ্র দূর না করা কখন হবে বলে জানা যায়? কোথায় উল্লেখ এসেছে?

৭। ইবনে হিব্বান থেকে জানা যায় বুদ্ধিমান ব্যক্তি সময়কে কতভাগ করে নেয়? সেগুলি কি কি?

৮। ইবনুল কাইয়্যুমের রহ. এর মতে কুর’আন দিয়ে কঠিন অন্তরের চিকিৎসা করার পথ কয়টি ও কি কি?

৯। রাসূল স. তিনটি বিষয় অসীয়ত করে গেছেন কাকে ও কি কি?

১০। কুর’আন নাযিল হয়েছে কোন রাত্রিতে? সেটি কোন মাসে পেয়ে থাকি?

১১। ক্বদরের রাত্রিতে আল্লাহর অনুমতিক্রমে কারা, কি নিয়ে অবতীর্ন হয়?

১২। সূরা ইউনুসে আল্লাহ মানুষকে তাঁর অনুগ্রহ ও রহমতের কারনে আনন্দ প্রকাশ করতে বলেছেন, সেই অনুগ্রহটি কি?

১৩। কুর’আন পড়তে কঠিন ও কষ্ট হয় ব্যক্তির জন্য কয়টি পুরষ্কার রয়েছে হাদীসের আলোকে?

১৪। আল্লাহর আয়াত কাদের সামনে পড়া হলে, তাদের কি বৃদ্ধি পায়?

১৫। সাওম ফরয করা হয়েছে কি অর্জন করার জন্য এবং সেটা কোন আয়াত থেকে জানতে পারি?

১৬। সাওম ফরয করা হয়েছে কখন? কাদের জন্য সাওম না রাখার সুযোগ আছে,পরবর্তীতে কাজা আদায় করবে?

১৭। ইচ্ছে করে রমাদানের সাওম ভাঙ্গা এর ক্ষতিপূরন কি?

১৮। মানুষ খারাপ কাজের দিকে এগুতে চায় কারন কি? কোন সূরার মাধ্যমে মহান রব সাহায্য প্রার্থনা করতে বলেছেন?

১৯। রমাদান মাসে রাসূল স.কয়টি কাজ বেশী করতেন হাদীসে জানা যায়? সেগুলি কি কি?

২০। সত্যিকার তাওবার শর্তগুলি কয়টি ? রাসূল স দিনে কতবার তাওবা করতেন?

২১। যাকাতুল ফিতর কাদের জন্য ফরয? কাদের দিতে হবে?

২২। একটি সিয়ামের ফিদইয়া আদায় করতে হয় কিভাবে?

২৩। ঈদের মুস্তাহাব আমল কি? ঈদের সালাত কি ধরনের ইবাদাত?

২৪। শাওয়ালের কয়টি সাওম রাখলে সারা বছর সাওমের সাওয়াব পাওয়া যাবে?

২৫। হাদীসের আলোকে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ কোনটি?

(খ) সঠিক উত্তরটি টিক দাওঃ ৩০x১=৩০

১। রজব মাস হলো — সেচ প্রদান/বীজ বপন/ ফসল তোলার মাস

২। রমাদান হলো– বীজ বপন/ ফসল তোলার/সেচ প্রদানের মাস

৩। সূরা দুখানে বরকত ও কল্যানময় রাত, কোন রাত বুঝানো হয়েছে?—শবে বরাত/ ক্বদর/  মিরাজ

৪। মহান রব রাতের কোনঅংশে আসমানে আহবান করেন—প্রথম তৃতীয়াংশে/ মধ্যবর্তী/ শেষ তৃতীয়াংশে

৫। কুর’আন পাঠে দক্ষ ব্যক্তি আখেরাতে কাদের সাথে থাকবে—নবী/রাসূল/ লিপিকার ফিরেশতা

৬। রমাদান মাস শুরু হলে কি হয়-যমীনের দরজা খোলা/ আসমানের দরজা খোলা/ শয়তানদের বন্দি করা

৭। শরীরের পরিশুদ্ধি কি—যাকাত/ সালাত/ সাওম

৮। সাওম সবরের — পূর্ণাংগ/ কিছুইনা/ অর্ধেক

৯। আখেরাতে বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কারা—সালাত/ সিয়াম/কুর’আন

১০। সেহরী খাওয়া কি ধরনের আমল—ফরয/ সুন্নাহ/ ওয়াজিব

১১। ফরয সাওমের জন্য রাতেই নিয়্যত(মনে মনে) করা কি —নফল/সুন্নাহ/ফরয

১২। রমাদান মাসকে সম্মানিত করা হয়েছে কারন-সাওম ফরয/ কুর’আন নাযিল/ ক্বদর রাত্রি

১৩। নারী পুরুষের ইতিকাফ কোথায় করবে- বাসায়/ মসজিদে/নিরিবিলি কোন বাসস্থানে

১৪। সেহরী ও ফযর সালাতের মাঝে সময়ের ব্যবধান কতটুকু –৫৫ আয়াত/৪০ আয়াত/৫০ আয়াত

১৫। আখেরাতে কোন কোন জিনিষে জিজ্ঞাসিত হবে—শ্রবন/ দৃষ্টিশক্তি/ অন্তঃকরন

১৬। যাকাতুল ফিতর আদায় করতে হয় কি দিয়ে—টাকা/ খাদ্যদ্রব্য/ মুদ্রা

১৭। সিয়ামে ফিদইয়া আদায় কি অর্থ দিয়ে আদায় হবে—হ্যা / না

১৮। কোনটি আগে আদায় করতে হবে-ভাংতি ফরয সাওম/ শাওয়ালের সাওম

১৯। শাওয়ালের ঈদের সুন্নাত কি কি- গোসল করা/ কিছু খেয়ে নেয়া/ গান বাজনা শুনা

২০। ফিদইয়া অর্থ কি—কাফফারা/ বিনিময় প্রদান/ দান করা

২১। ক্বদরের অর্থ কি- মাহাত্ম/সম্মান/তাকদীর/আল্লাহভীতি

২২। সূরা ক্বদরে রুহ বলতে কাকে বুঝানো হয়েছে-সকল ফিরিশতা/জিবরাইল আ./মিকাঈল আ.

২৩। ক্বদরের রাত শান্তি ও নিরাপদ কতক্ষন পর্যন্ত-মধ্যরাত্রি /শেষ রাত / ফযর উদয়

২৪। কুর’আন ক্বদরের রাতে কোথা থেকে নাযিল হয়েছে- জান্নাত/ সিদরাতুল মুনতাহা/ লওহে মাহফুজ

২৫। তারাবীহ সালাত কি ধরনের ইবাদাত-ফরয/ওয়াজিব/নফল

২৬। জান্নাতের একটি দরজা যা দিয়ে শুধুমাত্র সায়ীমরা প্রবেশ করবেন—ফেরদাউস/রাইয়্যান/মু’আল্লা

২৭। কাউকে ইফতার করালে রোজাদারের কতটুকু সাওয়াব পাওয়া যাবে—পুরু/ অর্ধেক/ এক তৃতীয়াংশ

২৮। ইতিকাফ নারী পুরুষ উভয়ের জন্য কি ধরনের ইবাদাত-ফরয/ ওয়াজিব/সুন্নাত

২৯। ইতিকাফের সর্ব নিম্ন সময়সীমা কিরুপ—৭দিন/৩দিন/১দিন/কিছু সময়

৩০। মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরন করোনা।কাকে,কোথায় বলা হয়েছে– ঈমানদার,কুর’আন/কাফির,হাদীস

(গ) শূন্যস্থান পূরন করঃ ১০X ১ =১০

১। ৫টি বিষয়ের পূর্বে ৫টি বিষয়কে গুরুত্ব প্রদান করতে হাদীসে শেখানো হয়েছে। বার্ধক্য আসার আগে–, — হওয়ার পূর্বে সুস্থতাকে, দারিদ্র আসার পূর্বে—-, ব্যস্ত হওয়ার পূর্বে—–, মৃত্যু আসার পূর্বে——.

২। মুমিন কখনো–ও ভৎর্সনাকারী হতে পারেনা,–হতে পারে না,–কাজ করে না এবং কটুভাষী–। (হাদীস)

৩। ক্বদরের রাত্রি — — হতে উত্তম।

৪। ক্বদরের রাত্রি পুরুপুরি শান্তি ও —।

৫। কুর’আন মানুষের অন্তরের রোগের—এবং মুমিনদের জন্য—- ও রহমত।

৬। কুর’আন নাযিল করা হয়েছে যেন লোকেরা এর আয়াত নিয়ে—-।

৭। কুর’আন এমন একটি রৌশনী যা আল্লাহর সন্তোষ সন্ধানকারী লোকদের— ও — পথ বলে দেন।

৮। যার অন্তরে কুর’আনের কিছুই নেই সে —- ঘরতুল্য।

৯। প্রকৃত ঈমানদারতো তারাই যাদের অন্তর—— স্মরনে—উঠে।

১০। তাকওয়া হলো, আল্লাহর ভয়ে ভীত হয়ে তাঁর সকল— মানা ও —-কাজ থেকে দূরে থাকা।

 

প্রশ্নের উত্তর লেখার জন্য খাতা বানাতে পারেন এইভাবে–

 

বই পড়া প্রতিযোগীতা-২০১৯                                                

রমাদান মুবারক                                                             

 

নামঃ                            শ্রেনী/পেশাঃ                         মোবাইল নাম্বারঃ                                    

পূর্ণমানঃ ১০০ ( লিখিতঃ ৯০ মৌখিকঃ ১০)                                    সময়ঃ ১ঘন্টা       তারিখঃ

১। এক কথায় উত্তর দাও—–২৫x২=৫০       ২। সঠিক উত্তরটি টিক দাও—-৩০x১=৩০

৩। শূন্যস্থান পূরন কর———-১০X১=১০      ৪। সূরা ক্বদর অর্থসহ মুখস্থ—–(৫+৫)=১০

উত্তর পত্রঃ

 

 

উত্তরগুলো নীচে দেয়া হলো।

পরীক্ষার পর যেনো মিলাতে পারেন।

উত্তর পত্রঃ

(ক) এক কথায় উত্তর দাওঃ

১। পবিত্র মাস ৪টি, জিলকদ, জিলহজ্জ, মুহাররম, রজব।

২। কুর’আনের সূরা আত তাওবা আয়াত ৩৬ নং থেকে, চাঁদের গতিকে হিসেব করে।

৩। আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম, সূরা আন নূর আয়াত ৫১

৪। দ্বীন অর্থ জীবন ব্যবস্থা, সূরা আক মায়িদা আয়াত ৩। ৫। যারা আল্লাহকে ভুলে গিয়েছে, সূরা হাশর আয়াত ১৯।

৬। আল্লাহর ইবাদাতের জন্য মুক্ত না হলে, হাদীসে কুদসী(আত তিরমিযী ও ইবনে মাজা)

৭। চারভাগে। আল্লাহর প্রার্থনায়, আল্লাহর সৃষ্টি কৌশল নিয়ে চিন্তায়, আত্মসমীক্ষায়, জীবিকার প্রয়োজনে সময়।

৮। ২টি। অন্তরকে আখেরাতমুখী করা ও কুর’আনের অর্থ বুঝে, নাযিলের কারন জেনে, প্রয়োজনীয় অংশ আমল করা।

৯। আবু হুরায়রা রা.কে। প্রতি মাসে ৩টি সাওম রাখা, চাশতের ২রাক’আত সালাত, ঘুমের পূর্বেই বিতর সালাত আদায়।

১০। ক্বদরের রাত, রমাদান মাস। ১১। রুহ ও ফিরেশতারা, সকল হুকুম(ফয়সালা)

১২। আল কুর’আন ১৩। দুইটি  ১৪। ঈমানদারদের সামনে, ঈমান বৃদ্ধি ১৫। তাকওয়া, সূরা বাকারা আয়াতঃ১৮৩

১৬। হিজরী ২য় সালে, রোগাক্রান্ত ব্যক্তি,মুসাফির, গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী

১৭। সারা জীবনের সাওম দিয়েও এর ক্ষতিপূরন হবে না, কাফফারা হলো একটি ক্রীতদাস মুক্ত/ দু’মাস সাওম রাখা/

৬০জন মিসকিনকে পানাহার করানো।

১৮। জ্বীন শয়তান, মানুষ শয়তান, নিজের নফস। সূরা নাস। ১৯। ২টি, কুর’আন পাঠ ও দান করা

২০। ৬টি, দিনে ১০০বার   ২১। রোজাদারের জন্য,ফকির মিসকিনকে।

২২। একজন মিসকিনকে অর্ধেক স্বা প্রায় ১.৫ কেজি চাল বা খেজুর বা অন্যকিছু  ২৩। তাকবীর দেয়া, ওয়াজিব

২৪। ৬টি  ২৫। অল্প হলেও নিয়মিত আমল

 (খ) সঠিক উত্তরটি টিক দাওঃ ৩০x১=৩০

১। বীজ বপন ২। ফসল তোলার ৩। ক্বদরের রাত ৪। শেষ তৃতীয়াংশে ৫। লিপিকার ফিরেশতা

৬। আসমানের দরজা খোলা, শয়তানদের বন্দি করা ৭। সাওম ৮। অর্ধেক ৯। সিয়াম, কুর’আন ১০।সুন্নাহ ১১। ফরয

১২। কুর’আন নাযিল ১৩। মসজিদে ১৪। ৫০ আয়াত ১৫। ৩টিই ১৬। খাদ্যদ্রব্য ১৭। না ১৮। ভাংতি ফরয সাওম

১৯। প্রথম ২টি ২০। বিনিময় প্রদান ২১। প্রথম ৩টি ২২। হযরত জিবরাইল আ. ২৩। ফযর উদয় ২৪। লওহে মাহফুয

২৫। নফল ২৬। রাইয়ান ২৭। একজন রোজাদারের পুরু সাওয়াব ২৮। সুন্নাত ২৯। কিছু সময়৩০। ঈমানদার,কুর’আন

(গ) শূন্যস্থান পূরন করঃ (উত্তর)

১। যৌবনকে,রোগাক্রান্ত,স্বচ্ছলতাকে, অবসর সময়কে,জীবনকে।

২। দোষারোপকারী, অভিসম্পাতকারী, অশ্লীল কাজ, হয় না। ৩। হাজার মাস ৪। নিরাপত্তার ৫। প্রতিকার, হিদায়াত

৬। চিন্তা ভাবনা করে(গবেষনা করে) ৭। শান্তি ও নিরাপত্তার পথ ৮। পরিত্যক্ত ৯। আল্লাহর,কেঁপে ১০। আদেশ, নিষিদ্ধ কাজ