৩১। বিবি আমেনা কোথায় ইন্তেকাল করেন?
উত্তরঃ মক্কা ও মদিনার মাঝামাঝি আবওয়া নামক স্থানে।
৩২। দাদা আব্দুল মোত্তালেব মারা যান রাসূলের কত বছর বয়সে?
উত্তরঃ ৮বছর২মাস ১০দিন।
৩৩। দাদার পর কে তাকে প্রতিপালন করেন?
উত্তরঃ চাচা আবু তালেব
৩৪। কোন পাদ্রী প্রথম মোহাম্মদ(সঃ)কে নবী হিসেবে আখ্যায়িত করেন? নবী(সঃ) বয়স কত ছিল তখন?
উত্তরঃ পাদ্রী বুহাইরা,বসরা নগরীতে। ১২/১২বছর২মাস, সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে রওয়ানা চাচার সাথে।
৩৫। ফুজ্জারের যুদ্ধ কত বছরে(রাসূলের) কাদের সাথে হয়েছিল?
উত্তরঃ ১৫বছর। কোরায়েশ+কেনানা—কয়সে আয়নাল,হরম ও হারাম মাস নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল, রাসূল স. তীর তুলে দিতেন চাচাদের হাতে।
৩৬। হেলফুল ফুযুল কোন মাসে হয় এবং এর উদ্দেশ্য কি ছিল?
উত্তরঃ জিলকদ,আব্দুল্লাহ ইবনে জুদয়ানের ঘরে, জাহেলী যুগের যাবতীয় বেইনসাফি দূর করা।
৩৭। তরুন বয়সে রাসূল(সঃ) কি কাজ করতেন?
উত্তরঃ বনি সা’দ গোত্রের বকরি চরাতেন।
৩৮। কত বছর বয়সে বিবি খাদিজার পণ্য নিয়ে কাকে সাথে নিয়ে সিরিয়া ব্যবসার জন্য যান?
উত্তরঃ ২৫ বছর বয়সে , ক্রীতদাস মায়ছারাকে সাথে নিয়ে
৩৯। বিয়ের সময় বিবি খাদিজার বয়স কত ও মোহরানা কত ছিল?
উত্তরঃ ৪০ বছর, ২০টি উট
৪০। বিবি খাদিজার ঘরে সন্তান কত জন ছিল?
উত্তরঃ ২পুত্র, ৪ কন্যা কাসেম, যয়নব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, আব্দুল্লাহ।