বিষয়ঃ সিরাত কুইজঃ৩

২১। যম যম কূপ খননের স্বপ্ন কাকে দেখিয়েছিলেন আল্লাহতা’আলা?

          উত্তরঃ    আব্দুল মোত্তালেব।

২২।  হস্তী যুদ্ধের ঘটনার কতদিন পর রাসূল(সঃ) জন্ম নেন?

উত্তরঃ    ৫০/৫৫দিন— ৫৭১ঈসায়ী সাল ফেব্রুয়ারী মাসশেষ/মার্চের শুরু।মহররম মাস ।

২৩।  আব্দুল মোত্তালেবের কতজন পুত্র ছিল?

                                                        উত্তরঃ          ১০জন।      ( হারেস,যোবায়ের,আবু তালেব,আব্দুল্লাহ,হামযা,আবু লাহাব,গাইদাক,মাকহুম, সাফার,আব্বাস।) (কন্যা ৬জন-উম্মুল হাকিম,বায়জা,বাররা,আতেকা,সাফিয়া,আরোয়া,উমাইমা)

২৪। রাসূল(সঃ)এর মায়ের নাম ও গোত্র কি?

     উত্তরঃ         বিবি  আমেনা বনু যোহরা গোত্রের সর্দারের মেয়ে।

২৫।  রাসূল(সঃ) জন্ম নেন কোন মাসে?

উত্তরঃ    অনেক মত পাওয়া যায় তবে অধিকতর গ্রহনযোগ্য  রবিউল আউয়াল ৯ সোমবার।

২৬।   মায়ের পর কার দুধ পান করেন?

    উত্তরঃ      আবু লাহাবের দাসী ছাওবিয়া।

২৭।  এর পর রাসূল(সঃ) কে কোন গোত্রে কার কাছে লালন পালনের জন্য পাঠান হয়?

   উত্তরঃ      হালিমা(উপাধি শায়মা)  বিনতে আবু জুয়াইব।বনি সাদ ইবনে বকরের গোত্রে।

২৮।  রাসূলের কোন চাচা ২ জনের দুধ পান করেছিলেন যেখানে রাসূল(সঃ) ও পান করেছিলেন?

    উত্তরঃ      হামযা(রা)

২৯।  রাসূল স.এর প্রথম সিনা চাকের ঘটনা কোথায় ঘটে?

           উত্তরঃ      রাসূলের(সঃ) ৩/৪/৫ বছর বয়সে বিবি হালিমার কাছে থাকা অবস্থায়।

৩০।  মায়ের স্নেহে কত বছর পর্যন্ত ছিলেন?

     উত্তরঃ     ৬বছর