বিষয়ঃ সিরাত কুইজঃ২

 

 

 

 

১১।  হযরত ইসমাইল(আ)এর ঘরে কতজন সন্তান ছিল?

উত্তরঃ     ১২জন ,১২টি গোত্রে ভাগ।এর পর অনেক বংশধর আসে। কেনানা থেকে কোরায়েশ বংশ—কুসাই এর পুত্র তিন জন—আবদুদ দার,আসাদ ইবনে আবদুল ওযযা এবং আবদে মান্নাফ। আবদে মান্নাফ—৪জন পুত্র যা ৪টি গোত্র—আবদে শামস,নওফেল,মোত্তালেব,হাশেম।

১২।  কোন গোত্র থেকে নবী(সঃ) কে আল্লাহ তা’আলা মনোনীত করেন ?

উত্তরঃ    বনু হাশেম (সহীহ মুসলিম ২য়- ২৪৫)

১৩।  যম যম কূপ কোন গোত্র মূল্যবান জিনিষ ফেলে বন্ধ করে দেন?

  উত্তরঃ    বনু জোরহাম গোত্র, মক্কা থেকে ইয়েমেন চলে যায় প্রায় ২ হাজার বছর রাজত্ব করার পর।

১৪।   দারুন নোদওয়া কি ও কোথায়?

উত্তরঃ    মূলত কোরায়েশদের সংসদ ভবন, কুসাইয়ের কীর্তি যা কাবা ঘরের উভয় দিকে প্রতিষ্ঠিত, এর দরজা ছিল মসজিদের দিকে। মক্কার দায়িত্ব  আব্দুদ দার-আবদে মান্নাফ–  পুত্র হাশেম—ভাই মোত্তালেব—ভাই এর ছেলে আব্দুল মোত্তালেব(রাসূলসঃএর দাদা)—আব্বাস(রা)

১৫।    কে প্রথম কাবার ভিতর মূর্তি রাখে?

    উত্তরঃ   বনু খোজায়া গোত্রের সর্দার আমর ইবনে লোহাই প্রথম সিরিয়া থেকে হোবাল মূর্তি নিয়ে এসে কাবায় ভিতরে রাখে।

১৬।   মক্কা বিজয়ের সময় কতগুলো মুর্তি ভাঙ্গা হয়েছিল?

          উত্তরঃ         ৩৬০টি

 ১৭।   রাসুল (সঃ) এর বংশধারা পারেন?

      উত্তরঃ      মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ—ইবনে আব্দুল মোত্তালেব(শায়বা)—ইবনে হাশেম(আমর)—ইবনে আবদ মান্নাফ(মুগীরা)—ইবনে কুসাই(যায়েদ)—ইবনে কেলাব—ইবনে মাররা—ইবনে কাব–ইবনে লোয়াই-ইবনে গালেব—ইবনে ফাহার(উপাধিই ছিল কোরায়েশ)—

                                              ইবনে মালেক-ইবনে নযর  কায়েস-ইবনে কেনানা—ইবনে খোযায়মা—ইবনে মাদরেকা(আমের)—ইবনে ইলিয়াস—ইবনে মোদার—ইবনে নাযার—ইবনে মাআদ—ইবনে আদনান———–ইসমাইল(আ)—ইবরাহীম(আ)—-ইবনে আযর—সাম—নূহ(আ)—লামেক 

                                             —আখনুখ(বা ইদরীস)—আনুশা—শীশ—আদম(আ)

১৮।   হাশেম অর্থ কি?  

        উত্তরঃ        যিনি ভাঙ্গেন।

১৯। শীত ও গ্রীষ্মে দুবার সফরের ব্যবস্থা কে করেন? 

              উত্তরঃ       হাশেম।

২০। হাশেম এর স্ত্রীর নাম ও কোন গোত্রের কন্যা বলুন?

            উত্তরঃ       সালমা বিনতে আমর, বনি নাজ্জার গোত্র। আবদে মান্নাফের মা বনু খোজায়া গোত্রের সাথে সম্পর্কিত।