বিষয়ঃ সিরাত কুইজঃ১

 

 

১। আরব শব্দের আভিধানিক অর্থ কি?

উত্তরঃ  সাহারা বা বিশুষ্ক প্রান্তর অনুর্বর যমীন।

২। আরব জাতিসমূহকে কত ভাগে ভাগ করা হয়েছে?

        উত্তরঃ    ৩-(বারেবা-আদ,সামুদ।আবেরা-কাহতানি,মোস্তারেবা-  ইসমাইল(আঃ)এর বংশধর)।

৩। ইবরাহীম(আ)মূলত কোন শহরের অধিবাসী ছিলেন?

   উত্তরঃ    (ইরাকের উয শহর)

৪। উক্ত শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ   ফোরাত নদীর উপকূল কুফার নিকটে অবস্থিত।

৫। ইবরাহীম(আ)এর প্রথম স্ত্রীর নাম কি?

    উত্তরঃ     হযরত সারা

৬। হযরত হাযেরার পিতৃ পরিচয় কি?

উত্তরঃ      ( মিশরের ফেরাউনের কন্যা)

৭।ইবরাহীম(আ) মিশর থেকে কোথায় গিয়েছিলেন?

উত্তরঃ        ফিলিস্তিন

৮। হযরত ইসমাইল(আ) এর মায়ের নাম কি?

উত্তরঃ    বিবি হাযেরা

৯। কোন গোত্র প্রথম মক্কায় এসে বিবি হাযেরার অনুমতি নিয়ে বসবাস শুরু করেন?

উত্তরঃ     ইয়েমেন থেকে জুরহুম সানি বা দ্বিতীয় জুরহুম গোত্র।

১০। পবিত্র কুর’আনে কোন সূরায় কত নাম্বার আয়াতে হযরত ইবরাহি(আ)কে প্রিয় বস্তু কুরবানী করার নির্দেশ দেন?

উত্তরঃ    সূরা আস সাফফাতঃ ১০২