কুর’আন শব্দটি কি কুর’আনে এসেছে? এর অর্থ কি?
উত্তরঃ হ্যা , পবিত্র কুর’আনে এই শব্দটি ৬৬বার এসেছে।
শব্দটির অর্থ পাঠ করা বা তিলাওয়াত করা।
একটি বিষয়কে অপর একটি বিষয়ের সাথে সংযোগ করার অর্থ প্রকাশ করে।
মহান আল্লাহ বলেন,
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ
فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ
“উহা সংরক্ষন ও পাঠ করাবার দায়িত্ব আমারই। সুতরাং আমি যখন উহা পাঠ করি, তুমি সেই পাঠের অনুসরন কর”। সূরা কিয়ামাহ:১৭-১৮
আরো দেখুন––
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
ق ۚ وَالْقُرْآنِ الْمَجِيدِ
“ক্বাফ! সম্মানিত কোরআনের শপথ” সূরা ক্বাফঃ ১
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ
“নিশ্চয় এটা সম্মানিত কোরআন”, সূরা ওয়াকীয়াঃ ৭৭
الرَّحْمَٰنُ
عَلَّمَ الْقُرْآنَ
“করুনাময় আল্লাহ।শিক্ষা দিয়েছেন কোরআন”, সূরা আর রহমানঃ১-২
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِي
إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا
এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্টভাবে।আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী। সূরা মুযযাম্মীলঃ ৪-৫