বই পড়া প্রতিযোগীতাঃ ২০২৩ ( আসন্ন রমাদান ১৪৪৪ হিজরী)

 

দয়াময় মেহেরবান আল্লাহর নামেঃ

আল কুর’আনে ইরশাদ হয়েছেঃ

وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ

সেই পথে তীব্র গতিতে এগিয়ে চলো যা তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং আকাশ ও পৃথিবীর সমান প্রশস্ত জান্নাতের দিকে চলে গিয়েছে এবং যা সেই আল্লাহভীরু লোকদের জন্য প্রস্তুত করা হয়েছেসূরা আলে ইমরান: ১৩৩

ِاللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّار

আল্লাহুম্মানফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নার।

হে আল্লাহ! আমাকে তুমি যা শিখিয়েছ, তা দিয়ে আমাকে উপকৃত করো, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দাও এবং আমার ইলম (জ্ঞান) বাড়িয়ে দাও। এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। তিরমিজি : ৩৫৯৯; ইবনে মাজাহ: ২৫১

বই পড়া প্রতিযোগীতাঃ ২০২৩

মোট পুর্ণমানঃ ৩০   মোট স্লাইডঃ ৩টি     মোট সময়ঃ ১৫মিনিট

বই এর নামঃ রমজানে তাকওয়া অর্জনের উপায় (শায়খ আহমদ মুখতার,শায়খ রামি ফরিদ)

প্রতিটি স্লাইডে:          ৫টি প্রশ্ন,                        পূর্নমানঃ ১০                                ও সময় ৫মিনিট

Power point Presentation

বই পড়া প্রতিযোগীতা প্রশ্ন; ২০২৩

১ নং প্রশ্নঃ  ( সঠিক উত্তরটি বেছে নিন)

ক) রমাদান মাস শুরু হলে কি হয়-

উত্তরঃ  যমীনের দরজা খোলা/ আসমানের দরজা খোলা/ শয়তানদের বন্দি করা

খ) আখেরাতে বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কারা-

উত্তরঃ  সালাত/ সিয়াম/কুর’আন

গ) ফরয সাওমের জন্য রাতেই নিয়্যত(মনে মনে) করা কি –

উত্তরঃ  নফল/সুন্নাহ/ফরয

ঘ) রমাদান মাসকে সম্মানিত করা হয়েছে কারন-

উত্তরঃ  সাওম ফরয/ কুর’আন নাযিল/ ক্বদর রাত্রি

ঙ) সেহরী ও ফযর সালাতের মাঝে সময়ের ব্যবধান কতটুকু –

উত্তরঃ  ৫৫ আয়াত/৪০ আয়াত/৫০ আয়াত

২নং প্রশ্নঃ ভূমিকায় উল্লেখিত আয়াত সমূহের প্রথমাংশের মূল কথাটি কি?

৩নং প্রশ্নঃ ভূমিকার সর্বশেষ একটি আহবান দিয়ে সমাপ্তি হয়েছে, সেটির উৎস কি?

৪নং প্রশ্নঃ সম্পূর্ণ বইটিতে মোট কতটি হাদীস বর্নিত হয়েছে?

৫নং প্রশ্নঃ মুত্তাকীদের কতটি বৈশিষ্ট বা গুন উল্লেখ হয়েছে?

৬নং প্রশ্নঃ মুত্তাকীদের ১ম গুনটি কি? কোন দুটি শর্তে সাওম রাখলে পূর্ববর্তী সকল গোনাহ মাফ হয়ে যাবে?

৭নং প্রশ্নঃ রোজা ফরজ করা হয়েছে কোন সূরার কত নং আয়াত থেকে জানা যায়?

৮নং প্রশ্নঃ মুত্তাকীদের ১০ টি গুনের কথা উল্লেখ করুন যা বইটিতে বলা হয়েছে?

৯নং প্রশ্নঃ বদর যুদ্ধ সংঘটিত হয়েছিলো কোন সালে ও তারিখে বলা হয়েছে?

১০নং প্রশ্নঃ সূরা কাহাফে কত ধরনের ফিতনার উল্লেখ এসেছে ঘটনার মাধ্যমে, সেগুলো কি কি?

১১নং প্রশ্নঃ তোমরা আমাকে ডাকো,আমি তোমাদের ডাকে সাড়া দিবো— কে বলেছেন ও কোথায় উল্লেখ এসেছে?

১২নং প্রশ্নঃ কত ধরনের কলবের কথা বলা হয়েছে এই বইটিতে ও সেগুলো কি কি?

১৩নং প্রশ্নঃ কোন দুটি নিয়ামতের ব্যপারে মানুষ ক্ষতিগ্রস্থ?

১৪নং প্রশ্নঃ বুখারির হাদীসে উল্লেখ কোন তিনটি কাজ আল্লাহ পছন্দ করেন না?

১৫নং প্রশ্নঃ রোজা আমার জন্য,আমিই এর প্রতিদান দিবো। কে বলেছেন ও কোথা থেকে জানা যায়?

 

১নং প্রশ্নের উত্তরঃ

ক) আসমানের দরজা খোলা, শয়তানদের বন্দি করা (খ,গ)

খ) সিয়াম, কুর’আন (খ,গ)

গ) ফরয

ঘ) কুর’আন নাযিল(খ)

ঙ) ৫০ আয়াত (গ)

২নং প্রশ্নের উত্তরঃ তাকওয়া অর্জন করো

৩নং প্রশ্নের উত্তরঃ إِنْ أُرِيدُ إِلَّا الْإِصْلَاحَ مَا اسْتَطَعْتُ ۚ وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ ۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ﴾

আমি তো আমার সাধ্য অনুযায়ী সংশোধন করতে চাই৷ যাকিছু আমি করতে চাই তা সবই আল্লাহর তাওফীকের ওপর নির্ভর কর৷ তাঁরই ওপর আমি ভরসা করেছি এবং সব ব্যাপারে তাঁরই দিকে রুজু করি৷  সূরা হুদঃ ৮৮

৪নং প্রশ্নের উত্তরঃ ৪০টি হাদীস

৫নং প্রশ্নের উত্তরঃ ১০টি গুন

৬নং প্রশ্নের উত্তরঃ জান্নাতের প্রতি আগ্রহী। উত্তরঃ  ঈমানের সাথে ও প্রতিদানের আশায়

৭নং প্রশ্নের উত্তরঃ সুরা বাকারা, আয়াত ১৮৫

৮নং প্রশ্নের উত্তরঃ তারা জান্নাতের প্রতি আগ্রহী

সর্বদা তাওবা ও ইস্তেগফার করে

কল্যানের প্রতি আগ্রহী

কথা ও কাজে ইমানকে বাস্তবায়ন করে

রাগ সম্বরণ করে

মানুষকে ক্ষমা করে

ইহসানের গুনে গুনাণ্বিত

গুনাহ থেকে পরহেজ থাকা এবং গুনাহ পরিপূর্ন ছেড়ে দেয়া

তারা আল্লাহর রাস্তায় খরচ করে

রমজানের পরেও তারা গুনাহ ছেড়ে ভালোভাবে চলে।

.৯নং প্রশ্নের উত্তরঃ ২য় হিজরির রমজান মাসের ১৭ তারিখ

১০ নং উত্তরঃ ৪ধরনের ফিতনাঃ  ক) দ্বীনের বিষয়ে পরীক্ষা খ) সম্পদের পরীক্ষা  ৩) জ্ঞানের পরীক্ষা  ৪) ক্ষমতার পরীক্ষা

১১নং উত্তরঃ সূরা মুমিনঃ ৬০ ও সূরা বাকারাঃ ১৮৬

১২ নং উত্তরঃ তিন ধরনের কলব, নিরাপদ, মৃত, রুগ্ন

১৩ নং উত্তরঃ সুস্থতা ও অবসর (বুখারি হাদীস)

১৪নং উত্তরঃ  ক)অনর্থক কথাবার্তা খ) সম্পদ নষ্ট করা ৩)অত্যধিক প্রশ্ন করা

১৫নং উত্তরঃ মহান আল্লাহ, বুখারি হাদিসে জানা যায়।