ক্যুইজ-২ সুরা আদ দ্বোহা(প্রশ্ন)

সূরা দুহা-প্রশ্ন

৯৩. আদ-দুহা (Ad-Dhuha)  سورة الضحى
পূর্বাহ্নের সূর্যকিরণ ( The Glorious Morning Light, The Forenoon, Morning Hours)

 

১নং প্রশ্নঃ শব্দার্থ লিখি-

وَٱلضُّحَىٰ,

وَٱلَّيْل

سَجَىٰ

وَدَّعَكَ

قَلَىٰ

خَيْرٌ

وَلَسَوْفَ

يُعْطِيكَ

فَتَرْضَىٰٓ

فَـَٔاوَىٰ

ضَآلًّ

عَآئِلًا

فَأَغْنَىٰ

تَقْهَرْ

ٱلسَّآئِلَ

تَنْهَرْ

فَحَدِّثْ

২নং প্রশ্নঃ কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাযিল হয়েছিলো, এই সূরার মূল উদ্দেশ্য কি ছিলো?

৩নং প্রশ্নঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট ওহী আসতে কতদিন বিলম্ব হয়?

৪নং প্রশ্নঃ এই সুরায় কি কি কাজের নির্দেশনা পাওয়া যায়?

৫নং প্রশ্নঃ সূরাতে মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কোন নিয়ামতের কথা স্মরন করিয়ে দিয়েছেন?