ক্যুইজ-১ এর উত্তর -সূরা ফাতিহা

সূরা ফাতিহা উত্তর সমূহঃ

১। শব্দ সমূহের অর্থ লিখিঃ                                                                     

بِسْمِ

ٱلْحَمْدُ

لِلَّهِ

ٱلْعَٰلَمِينَ

مَٰلِكِ

يَوْمِ

ٱلدِّينِ

إِيَّاكَ

نَعْبُدُ

نَسْتَعِينُ

ٱهْدِنَا

ٱلصِّرَٰطَ

ٱلْمُسْتَقِيمَ

ٱلَّذِينَ

أَنْعَمْتَ

عَلَيْهِمْ

غَيْرِ

ٱلْمَغْضُوبِ

ٱلضَّآلِّينَ

 

উত্তরঃ 

    নামে-In (the) name

   সকল প্রশংসা ও কৃতজ্ঞতা-All praises and thanks

    আল্লাহ্‌রই জন্য- (be) to Allah

 সারা জগতের-(of all) the worlds

অধিপতি-Master

দিনের-(of the) Day

বিচারের- (of) [the] Judgment

আপনারই শুধু- You Alone

আমরা ইবাদত করি- we worship

আমরা সাহায্য চাই-we ask for help

আমাদেরকে দেখান-Guide us

পথ-(to) the path

সরল সঠিক-the straight

যাদেরকে-(of) those

আপনি অনুগ্রহ দান করেছেন-You have bestowed (Your) Favors

তাদের উপর-on them

নয় (পথ)-not (of)

অভিশপ্তদের-those who earned (Your) wrath

পথভ্রষ্টদের-(of) those who go astray

২। সূরা ফাতিহার কথা কুর’আনে কোন সূরায় এসেছে?

 

২। ﴿وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ﴾

আমি তোমাকে এমন সাতটি আয়াত দিয়ে রেখেছি, যা বারবার আবৃত্তি করার মতো এবং তোমাকে দান করেছি মহান কুরআন৷সুরা হিজরঃ৮৭

৩। এই সূরার আরো কয়েকটি বিশেষ পরিচয় উল্লেখ করুন?

 

৩। ‘উম্মুল ক্বুরআন’ (ক্বুরআনের মূল), ‘আস্সাবউল মাসানী’ (সাত আয়াতবিশিষ্ট বারবার পঠনীয় সূরা), ‘আল-ক্বুরআনুল আযীম’ (মহাক্বুরআন), ‘আশ্শিফা’ (রোগের প্রতিকার) এবং ‘রুক্ব্য়াহ’ (ঝাড়-ফুঁকের মন্ত্র) ইত্যাদি। ‘আস্স্বালাত’ (নামায)ও এই সূরার একটি গুরুত্বপূর্ণ নাম

৪। একটি বিশেষ হাদীসে এই সূরার ব্যপারে বলা হয়েছে সেটি কোনটি?

৪। হাদীসে ক্বুদসীতে এসেছে মহান আল্লাহ বলেছেন, ‘‘আমি ‘স্বালাত (নামায)-কে আমার ও আমার বান্দার মধ্যে বণ্টন করে দিয়েছি। (সহীহ মুসলিম-কিতাবুস্স্বালাত) এখানে ‘স্বালাত’ বলতে সূরা ‘ফাতিহা’কে বুঝানো হয়েছে।

৫। এই সূরাটি রাসূল সা এর জীবনের কোন পর্যায়ে নাযিল হয়েছিলো?

৫। পূর্ণাংগ সুরা হিসেবে এটি প্রথম মক্কী জীবনের প্রাথমিক পর্যায়ে নাযিল হয়েছিলো।