‘ যে ব্যক্তি শিক্ষার্থী ও খাদেমদেরকে মারধর ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করে শিক্ষা দিতে যাবে-
এমতাবস্থায় এ বলপ্রয়োগই অধিপতি হয়ে বসবে,
বলপ্রয়োগকৃত ব্যক্তির হৃদয়ে সংকীর্ণতা আগমন করবে।
উদ্যম-উৎসাহ বিদায় নেবে। অলসতা জায়গা করে নেবে।
এ কাজ তাকে মিথ্যা ও খারাবির দিকে ধাবিত করবে; সে এরূপ করবে এই ভয়ে যে অন্যথায় দমনপীড়নের খড়্গ তার উপর নেমে আসবে। দমনপীড়ন তাকে ধোঁকা ও ছলচাতুরি শেখাবে।
পরবর্তীতে এরূপ করা তার অভ্যাসে পরিণত হবে।
মানবতা, যা তাকে শেখানোর উদ্দেশ্য ছিল তা বিকারগ্রস্থ হয়ে পড়বে।
ইবনে খালদুন রা.