সময় থাকতে সতর্ক হোন

আসসালামু’আলাইকুম।

আমরা কেউই জানি না কখন কি অবস্থায় দুনিয়ার জীবন থেকে চলে যাবো। প্রত্যেকের জন্যই সময় নির্ধারন করা আছে যার একটু আগে বা পরেও হবে না।

তাই সময়ের কাজ সময়েই করে নেবার উদ্যোগী হওয়া মুমিনের কাজ। বিশেষ করে ফরয ইবাদাতের ব্যপারে কখনই পরে করবো কথাটাতে না যাওয়াই বুদ্ধিমান ও ঈমানী চেতনা।

তাওবা ও এস্তেগফার ও অন্যের হক আদায় ব্যপারটিও সময়ের সাথেই করে ফেলা প্রয়োজন। তা না হলে কখন মৃত্যুর ফেরেশতা হাযির হয়ে যাবেন, কখন সকল দরজা বন্ধ হয়ে যাবে বলা যায় না!!!