আমাদের সমাজে অনেকেই আছেন নিজেকে দীনের পথে পরিচালিত করতে চান। মহান রবের সন্তুষ্টির পথে চালাতে চান। আর তাই দেখা যায় মুবাইল বা কম্পিউটার বা টিভিতে ইসলামিক অনুষ্ঠান বা লেকচার শুনার জন্য বসে যান কিন্তু একটু সময় পরেই অন্য কিছুর দিকে চলে যান , বেশী সময় নিজেকে দীনী জ্ঞান অর্জনে ধরে রাখতে পারেন না। নিজের সম্পর্কে সমালোচনা ও চিন্তা করা প্রয়োজন। যদি দূর্বলতা থেকেই থাকে যে নিজেকে অন্য কিছু দেখা থেকে নিয়ন্ত্রন করতে পারেন না সেই ক্ষেত্রে এই ধরনের ডিভাইসে না যেয়ে সরাসরি কুর’আন বা হাদীস বা ইসলামিক সাহিত্য যা বই আকারে হাতে নিয়ে পড়া প্রয়োজন, তাহলে এই ধরনের ফেতনা থেকে নিজেকে হেফাজত করতে পারবেন। মনে রাখা প্রয়োজন সময় দ্রুত চলে যাচ্ছে, আর যেই সময় চলে যাচ্ছে তা আর কখনোই ফিরে আসবে না। তাই নফসে লাওয়ামা ও শয়তানের ফাঁদ থেকে নিজেকে মুক্ত রাখার শক্ত ঈমানিয়াত আনতে সরাসরি বই পড়ুন ও আল্লাহর সাহায্য চান। মহান আল্লাহ আমাদের হেফাজত করুন।