সূরা মূলক- ২য় (১২- ২১ আয়াত)

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ ১২) যারা না দেখেও তাদের রবকে ভয় করে, নিশ্চয়ই তারা লাভ করবে ক্ষমা এবং বিরাট পুরষ্কার৷ ১২إِنَّনিশ্চয়, ٱلَّذِينَযারা্‌,  يَخْشَوْنَভয় করে্‌ ,  رَبَّهُمতাদের রবকে,  بِٱلْغَيْبِঅদেখা অবস্থায়, لَهُم তাদের জন্য  مَّغْفِرَةٌক্ষমা,  وَأَجْرٌ এবং প্রতিদান, كَبِيرٌবড় মহান রাব্বুল আ’লামীন এখানে কারা ক্ষমা ও বিরাট পুরস্কার পাবে তা উল্লেখ করেছেন। যারা মহান আল্লাহকে না দেখেও ভয় পায় অর্থাৎ যাদের আল্লাহভীতি রয়েছে, তারা জীবনের প্রতিটি পদক্ষেপ মহান রবের সিফাত সমূহ মনে রেখেই রবের আনুগত্যে অটল থাকে ও গুনাহ থেকে দূরে থাকে। আল কুর’আনে অন্য আয়াত থেকে আমরা জানতে পারি- ‘পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় করে এবং প্রবৃত্তি থেকে … Continue reading সূরা মূলক- ২য় (১২- ২১ আয়াত)