সূরা ইনশিকাক ( সহিহভাবে তাজবীদ ও তেলাওয়াত শিক্ষা ও শব্দের অর্থসমূহ)

সূরা ইনশিকাকের শাব্দিক অর্থ
১-২৫ আয়াত

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

إِذَا السَّمَاءُ انشَقَّتْ

১) যখন আকাশ ফেটে যাবে  Image may contain: text

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

২) এবং নিজের রবের হুকুম পালন করবে৷  আর ( নিজের রবের হুকুম মেনে চলা , ) এটিই তার জন্য সত্য৷ 

وَإِذَا الْأَرْضُ مُدَّتْ

৩) আর পৃথিবীকে যখন ছড়িয়ে দেয়া হবে৷

وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ

৪) যা কিছু তার মধ্যে আছে তা বাইরে নিক্ষেপ করে সে খালি হয়ে যাবে

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

৫) এবং নিজের রবের হুকুম পালন করবে৷ আর ( নিজের রবের হুকুম মেনে চলা ), এটিই তার জন্য সত্য৷

Image may contain: text

 

يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ

৬) হে মানুষ ! তুমি কঠোর পরিশ্রম করতে করতে তোমার রবের দিকে এগিয়ে যাচ্ছো, পরে তাঁর সাথে সাক্ষাত করবে৷ 

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ

৭) তারপর যার আমলনামা তার ডান হাতে দেয়া হয়েছে ,

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

৮) তার কাছ থেকে হালকা হিসেব নেয়া হবে 

وَيَنقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا

৯) এবং সে হাসিমুখে নিজের লোকজনের কাছে ফিরে যাবে৷

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ

১০) আর যার আমলনামা তার পিছন দিক দেয়া হবে৷

 

فَسَوْفَ يَدْعُو ثُبُورًا

১১) সে মৃত্যুকে ডাকবে  Image may contain: text

وَيَصْلَىٰ سَعِيرًا

১২) এবং জ্বলন্ত আগুনে গিয়ে পড়বে৷ 

إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا

১৩) সে নিজের পরিবারের লোকদের মধ্যে ডুবে ছিল৷

إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ

১৪) সে মনে করেছিল , তাকে কখনো ফিরতে হবে না৷

 

بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا

১৫) না ফিরে সে পারতো কেমন করে ? তার রব তার কার্যকলাপ দেখছিলেন৷ Image may contain: text

فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ

১৬) কাজেই না আমি কসম খাচ্ছি , 

وَاللَّيْلِ وَمَا وَسَقَ

১৭) আকাশের লাল আভার ও রাতের 

وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ

১৮) এবং তাতে যা কিছুর সমাবেশ ঘটে তার , আর চাঁদের , যখন তা পূর্ণরূপ লাভ করে৷

لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ

১৯) তোমাদের অবশ্যি স্তরে স্তরে এক অবস্থা থেকে আর এক অবস্থার দিকে এগিয়ে যেতে হবে৷১১

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ

২০) তাহলে এদের কি হয়েছে , এরা ঈমান আনে না

وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ

২১) এবং এদের সামনে কুরআন পড়া হলে এরা সিজদা করে না ?

 

بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ

২২) বরং এ অস্বীকারকারীরা উলটো মিথ্যা আরোপ করে ৷ Image may contain: text

وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ

২৩) অথচ এরা নিজেদের আমলনামায় যা কিছু জমা করছে আল্লাহ তা খুব ভালো করেই জানেন ৷

فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

২৪) কাজেই এদের যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও৷

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

২৫) তবে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার ৷