প্রশ্নে প্রশ্নে কুর’আনকে বুঝি (সূরা ইনফিতার)

দয়াময় মেহেরবান আল্লাহ’তায়ালার নামে

প্রশ্ন   সূরা ইনফিতার

 

 

 

১। সূরাটি পবিত্র কুরআনের কত তম সূরা? সূরাটির নামের অর্থ কি?

২। সূরাটিতে কতটি রুকু ও আয়াত আছে?

৩। সূরাটি রাসূল স.এর জীবনের কোন পর্যায়ে নাযিল হয়েছিল?

৪।  এই সূরার মূল আলোচ্য বিষয় কি?

৫। কিয়ামতের দিনটি নিজের চোখে দেখার জন্য কোন কোন সূরা পড়ার কথা হাদীসে রাসূল স. বলেছেন?

৬। মহান আল্লাহ মানুষকে সম্বোধন করে কি প্রশ্ন করেছেন?

৭। মানুষের উপর মহান আল্লাহ কাদের নিযুক্ত করেছে?

৮। يَوْمُ الدِّينِ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? সেইদিনের অবস্থা কি তুলে ধরা হয়েছে? 

৯। সূরার শিক্ষা কি ও এই সূরার শিক্ষা থেকে  করনীয় কী?