দয়াময় মেহেরবান আল্লাহতায়ালার নামে
প্রশ্ন
সূরা আবাসা
১। সূরাটি পবিত্র কুরআনের কত তম সূরা? সূরাটির নামের অর্থ কি?
২। সূরাটিতে কতটি রুকু ও আয়াত আছে?
৩। সূরাটি রাসূল স.এর জীবনের কোন পর্যায়ে নাযিল হয়েছিল?
৪। এই সূরাতে আবাসা শব্দটি দিয়ে কি বুঝাতে চেয়েছেন?
৫। এই সূরার মূল আলোচ্য বিষয় কি?
৬। এখানে দাওয়াত দানকারীর বৈশিষ্ট কি উল্লেখিত হয়েছে?
৭। যাকারা শব্দটি দিয়ে কি নির্দেশ করছে এখানে?
৮। মুকাররামা, মারফু’আ, মুতোয়াহহারা শব্দ সমূহের অর্থ কি?
৯। এখানে কোন লেখকদের কথা উল্লেখ করে কিছু বৈশিষ্ট দেয়া হয়েছে সেগুলো কি?
১০। কোন মানুষকে মহান আল্লাহ অভিসম্পাদ করেছেন এবং কেন?
১১। এখানে মহান আল্লাহ নি’আমতের উল্লেখ কেন করেছেন?
১২। কখন কে কার কাছ থেকে কেনো পালাতে চাইবে?
১৩। কাদের চেহারা হাসিমুখ ও কাদের চেহারা মলিন হবে এই সূরার আলোকে?
১৪। সূরার মূল শিক্ষা কি ও আমাদের করনীয় কি?