প্রশ্নে প্রশ্নে কুর’আনকে বুঝি (সূরা নাযিয়াত)

দয়াময় মেহেরবান আল্লাহ’তায়ালার নামে

         প্রশ্ন

সূরা আন নাযিয়াত

১ম রুকু

১। সূরাটি পবিত্র কুরআনের কত তম সূরা? সূরাটির নামের অর্থ কি?

২। সূরাটিতে কতটি রুকু ও আয়াত আছে?

৩। সূরাটি রাসূল স.এর জীবনের কোন পর্যায়ে নাযিল হয়েছিল?

৪। এই সূরাতে নাযিয়াত শব্দটি দিয়ে কি বুঝাতে চেয়েছেন?

৫। এই সূরার মূল আলোচ্য বিষয় কি?

৬। এই সূরায় কিসের ও কয়টি কসম করা হয়েছে?

৭। এখানে কোন শিঙ্গা ফুঁকের কথা উল্লেখ আছে?

৮। এখানে কোন নবীর উল্লেখ করা হয়েছে? এই ঘটনার অন্তরালে কি শিক্ষা নিহিত রয়েছে?

৯। মহান আল্লাহ এই ঘটনা থেকে কাদের জন্য শিক্ষনীয় বিষয় আছে উল্লেখ করেছেন?

১০। এই রুকু থেকে কি শিক্ষা পাই ও আমাদের করনীয় কি?

 

 

 

      ২য় রুকু

১। এই রুকুর মূল বিষয় বস্তু কি?

২। এখানে কোন কোন নি’আমতের উল্লেখ করেছেন?

৩।   لطَّامَّةُ الْكُبْرَىٰ   তোয়াম্মাতুল কুবরা বলতে কি বুঝানো হয়েছে?

৪।   يَوْمَ يَتَذَكَّرُ الْإِنْسَانُ مَا سَعَىٰ ৩৫ নং আয়াতে কি বলা হয়েছে?

৫। জাহান্নামে ও জান্নাতে যাওয়ার বৈশিষ্ট কি বলা হয়েছে এই রুকুতে?

৬। কেয়ামত সম্পর্কিত কি প্রশ্ন করা হয়েছে এবং মহান রব এর উত্তরে কি  জানিয়েছেন?

৭।  كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا   শেষের আয়াতের হিসেবটি করে দেখান?

৮। এই রুকু থেকে শিক্ষা ও আমাদের করনীয় কি?