সন্তান জন্মের পর যা করনীয়। সন্তান গঠনে মায়ের ভূমিকা-১৫

baby

১। সন্তান ভূমিষ্ঠ হলে আল্লাহর প্রশংসা করা, তার শুকরিয়া আদায় করা ও সন্তানের জন্য দোয়া করা।

২। কানে আজান দেয়া

৩। তাহনীক করা

৪। বুকের দুধ খাওয়ানো

৫। চুল ফেলা

৬। আকিকা করা।

৭। অর্থপূর্ণ নাম রাখাটা জরুরী।

৮।  খাৎনা করানো