পরিবার ও সন্তানের জন্য দোয়া যা মহান আল্লাহ শিখিয়ে দিয়েছেন তা উল্লেখ করবো ইন শা’ আল্লাহ।
হে আমার প্রতিপালক! আমাকে তুমি তোমার নিকট হতে সৎ বংশধর দান কর। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবনকারী। সূরা আলে ইমরানঃ ৩৮
“ হে আমাদের রব ! আমাদের নিজেদের স্ত্রীদের/ স্বামী ও নিজেদের সন্তানদেরকে নয়ন শীতলকারী বানাও এবং আমাদের করে দাও মুত্তাকীদের ইমাম ৷ সূরা ফুরকানঃ ৭৪
“হে আমার রব, তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে যেসব নিয়ামত দান করেছো আমাকে তার শুকরিয়া আদায় করার তাওফীক দাও ৷ আর এমন সৎ কাজ করার তাওফীক দাও যা তুমি পছন্দ করো ৷ আমার সন্তানদেরকে সৎ বানিয়ে আমাকে সুখ দাও ৷ আমি তোমার কাছে তাওবা করছি ৷ আমি নির্দেশের অনুগত (মুসলিম) বান্দাদের অন্তর্ভুক্ত ৷” সূরা আহকাফঃ ১৫
“হে আমার রব! আমাকে সালাত কায়েমকারী কর এবং আমার বংশধরদের মধ্য হতেও। হে আমার প্রতিপালক! আমার প্রার্থনা কবুল কর। সূরা ইবরাহীমঃ ৪০
হে আমার প্রতিপালক! এই নগরীকে নিরাপদ করিও এবং আমাকে ও আমার পুত্রগনকে শিরক হতে দূরে রাখো। সূরা ইবরাহীমঃ ৪০
https://www.youtube.com/watch?v=843RqXnfXeA
https://www.youtube.com/watch?v=8wZDMCumJZk
সহায়ক গ্রন্থ
ইসলামে সন্তান গঠন পদ্ধতি- এবং পিতা মাতা ও সন্তানের অধিকার