আসসালামু’আলাইকুম
সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক পদ্ধতি জেনে নেওয়া জরুরি।
খুব সহজ উপায় হচ্ছে বিসমিল্লাহ, সুবহানাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার প্রতিটি একবার বলতে এক সেকেণ্ড লাগে, আপনি ২০ বার বলুন।
হাতের ওপর-নিচে ঘষা : প্রথমে হাত ভিজিয়ে সাবান লাগিয়ে দুটি হাতের ওপর-নিচ ভালোভাবে ঘষুন। কমপক্ষে পাঁচ সেকেন্ড ধরে এ কাজটি করুন।
আঙুল ভালোভাবে পরিষ্কার : এরপর দুই হাতের আঙুলের মাঝখানে ভালোভাবে পরিষ্কার করুন। এ কাজটি করতেও কমপক্ষে পাঁচ সেকেন্ড সময় ব্যয় করুন।
নখ পরিষ্কার : এবার নখের জীবাণু দূর করার জন্য হাতের তালু দিয়ে কমপক্ষে ২.৫ সেকেন্ড ধরে ঘষুন। এভাবে দুই হাতের জন্য পাঁচ সেকেন্ড সময় লাগান।
বৃদ্ধাঙুল ধোয়া : ধোয়ার সময় হাতের সবচেয়ে অবহেলিত অংশই হলো বৃদ্ধাঙুল। তাই ধোয়ার সময় দুই হাতের তালু দিয়ে এই দুই আঙুল ভালোভাবে ঘষে নিন। এতে সর্বমোট পাঁচ সেকেন্ড সময় ব্যয় করুন। পরে পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।