হাদীসের আলোকে চিকিৎসা-২

আয়েশা রা. থেকে বর্ণিত। তিনি রোগী ও কারো মৃত্যুতে শোকাকুল ব্যক্তিকে “তালবিনা” খেতে নির্দেশ দিতেন। এবং বলতেন, আমি রাসূলুল্লাহ স. কে বলতে শুনেছিঃ  তালবিনা রোগীর প্রানে শক্তি সঞ্চার করে, শক্তি দান করে এবং দুশ্চিন্তা দূর করে। বুখারী কিতাবুত তিব্বঃ ৫২৭৮

আয়েশা রা. থেকে বর্ণিত। তিনি তালবিনা খাওয়ার আদেশ করতেন এবং বলতেন, এটা কারো অপছন্দ হলেও উপকারী জিনিস। বুখারী কিতাবুত তিব্বঃ ৫২৭৯

এখানে তালবিনা বলতে একপ্রকার লঘুপাক খাদ্য-যা রোগীর খাদ্য হিসেবে উপযোগী ও উপকারী। আটা, মধু ও পানি মিশিয়ে তা তৈরী করা হয়। কারো কারো মতে এতে দুধ দেয়া হয়।