রাসূল স. বলেছেন,
“মুসলমানের উপর যে কোন বিপদ-মুসীবতই আসে, আল্লাহতা’আলা এর বদলে তার গুনাহ মিটিয়ে দেন, এমনকি তার শরীরে কাঁটাবিদ্ধ হলে তার দ্বারাও।”
বুখারীঃ৫ম খণ্ড,৫২২৯
মুসলমান কোন যাতনা, রোগ-কষ্ট, উদ্বেগ, দুশ্চিন্তা, নির্যাতন ও শোকের শিকার হলে,এমনকি তার শরীরে কাঁটাবিদ্ধ হলেও এর বদলে আল্লাহতা’আলা তার গুনাহ মাফ করে দেন।
বুখারীঃ ৫২৩০
আল্লাহ সূরা বাকারায় (১৫৫-১৫৬ নং আয়াতে) বলেছেন—
আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো কিছু ভয় ও ক্ষুধা এবং সম্পদ ও জীবনের ক্ষয়-ক্ষতি আর ফল-ফসলের ক্ষতির মাধ্যমে; তবে সুসংবাদ দিন ধৈর্যশীলদের। যাদের কোনো বিপদ আসলে তারা বলে: আমরা তো আল্লাহর জন্যই, আর আমরা তো তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।
অন্যায় ও গুনাহ করলে এর প্রতিফল আখেরাতে ভোগ করতে হবে। কিন্তু ঈমানদারের অপর কোন যাতনা, রোগ-কষ্ট, উদ্বেগ, দুশ্চিন্তা, নির্যাতন ও শোকের শিকার হলে এর বদলে আল্লাহ গুনাহ মাফ করে দেন।
এইজন্য রোগ ও কষ্টকে গুনাহর কাফফারা বলা হয়।
আবার এই সব কিছু আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন। তাই সব অবস্থায় ধৈর্য্য ধরা ও আল্লাহর সাহায্য চাওয়া আমাদের কর্তব্য।
আবু হুরাইরা(রাঃ) থেকে বর্ণিত। নবী(সঃ) বলেন, আল্লাহ তাআলা এমন কোন রোগ সৃষ্টি করেন নি , যার চিকিৎসার ব্যবস্থা করেন নি। বুখারী কিতাবুত তিব্বঃ৫২৬৭
আল্লাহ আমাদের ক্ষমা করুন ও ধৈর্য্যের গুন দান করুন-আমীন।