আসসালামু’আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দয়াময় মেহেরবান আল্লাহর নামে
আবু কাতাদা ইবনে রিবয়িল আনসারী রাঃ থেকে বর্নিতঃ তিনি বর্ননা করতেন, একটি কফিন নবী স.এর নিকট দিয়ে নেয়া হলো। তিনি এরশাদ করলেন, (সে নিজে) সুখী অথবা (অন্যরা) তার থেকে শান্তিলাভকারী। লোকেরা প্রশ্ন করলোঃ ইয়া রাসূলল্লাহ! “(সে নিজে) সুখী অথবা (অন্যরা) তার থেকে শান্তিলাভকারী” এর অর্থ কি? তিনি জবাব দিলেনঃ মুমিন বান্দারা দুনিয়ার কষ্ট মুসিবত থেকে আল্লাহর রহমতের আশ্রয়ে শান্তির প্রয়াসী। পক্ষান্তরে ফাসেক ব্যক্তির ক্ষতিকর আচরন থেকে সকল লোক শহর-বন্দর, বৃক্ষরাজি এবং প্রাণীকূল পর্যন্ত ( অর্থাৎ গোটা সৃষ্টিজগত) শান্তি ও নিরাপত্তা লাভ করতে চায়। সহিহ বুখারীঃ ৬০৬২
খুবই মর্মস্পর্ষী ব্যপার। দুনিয়াতে আমাদের আচরন যেন এমন হয় যে সকলেই দু’আ করবে কল্যানের জন্য, সাক্ষী দিবে কল্যানকর কাজের। ফাসেকী আচরন থেকে অবশ্যই দূরে থাকতে হবে। মহান আল্লাহ আমাদের হেফাজত করুন। আমাদের সুখী ব্যক্তির কাতারে থাকার সুযোগ করে দিন ।