আবু আব্দুর রহমান আব্দুল্লাহ্ বিন উমার বিন আল-খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত, তিনি বলেছেন- আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু’আলাইহিওয়াসাল্লামকে—বলতে-শুনেছিঃ
পাঁচটি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে- সাক্ষ্য দেয়া যে,
আল্লাহ্ ব্যতীত অন্য কোন সত্য মা’বূদ নেই এবং
মুহাম্মাদ আল্লাহর রাসূল,
সালাত কায়েম করা,
যাকাত আদায় করা,
আল্লাহর ঘরের হজ্জ করা এবং
রমাদানে সওম পালন করা।
[বুখারীঃ ৭, মুসলিমঃ ২১]
On the authority of Abu `Abd Ar-Rahman `Abdullah ibn `Umar ibn al-Khattab (may Allah be pleased with him) who said: I heard the Messenger of Allah (peace and blessings be upon him) say:
“Islam has been built on five [pillars]: testifying that there is no God but Allah and that Muhammad is the messenger of Allah, performing the Prayers, paying the Zakat, making the Pilgrimage to the House, and fasting in Ramadan.”
Narrated by Al-Bukhari and