হাদীসে কুদসী-ভূমিকা

 

হাদীসে কুদসী বা রাসুলুল্লাহ (সাঃ) এর জবানে আল্লাহর বানী।

ইসলামী শরীয়াতের চার উৎস মূ্লের অন্যতম হচ্ছে, ‘আল হাদীস’ পবিত্র আল কুরআনের পরেই যার স্থান।
হাদীস হচ্ছে-প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ)- মুখনিঃসৃত নিজস্ব বানী ও কর্ম এবং রাসুল(সাঃ)কর্তৃক সাহাবায়ে কেরাম (রাঃ) গনের বক্তব্য ও কর্মের অনুমোদন।
রাসুলুল্লাহ (সাঃ) এর কথা, কাজ ও অনুমোদনের বিপরিত নয়, সাহাবায়ে কেরামের এমন সব কথা, কাজ ও অনুমোদন হাদীসের মধ্যে গন্য।
হাদিস সমূহের মধ্যে এমন কতগুলো হাদিস রয়েছে যেগুলো আল্লাহর নবী(সাঃ) নিজ জবানে বর্ননা করলেও তা মহান আল্লাহর নামে বিবৃত হয়েছে। যেমন-‘আল্লাহতায়া’লা বলেছেন’ কিংবা ‘মহান আল্লাহতায়া’লা বলেন’ এভাবে উল্লেখ হয়েছে। এগুলো হাদীসে কুদসী নামে পরিচিত।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব হাদিস আল্লাহর সাথে সম্পৃক্ত করে বর্ণনা করেছেন আলেমগণ সেগুলোকে “হাদিসে কুদসি” নামে অভিহিত করেছেন।

আল্লাহর নাম “কুদ্দুস” এর সাথে সম্পর্কযুক্ত করে এসব হাদিসকে ‘কুদসি’ বলা হয়। (“কুদ্দুস” অর্থ পবিত্র ও পুণ্যবান।)

“হাদিসে কুদসি” ও কুরআনুল কারিমের মধ্যে পার্থক্য:

১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আলাইহিস সালাম কুরআনুল কারিম নিয়ে অবতরণ করেছেন, কিন্তু হাদিসে কুদসি তিনি লাভ করেছেন কখনো জিবরিল আ., কখনো এলহাম, কখনো অন্য মাধ্যমে।

সমস্ত প্রশংসা মহান আল্লাহর- তিনি ইমাম আন্‌-নওয়াবী রাহিমাহুল্লাহ্‌-এর মাতনুল আরবাঈনান্‌-নওয়াবীয়্যাহ্‌ ফিল আহাদীসিস্‌ সহীহাতিন্‌ নববীয়্যাহ্‌ (আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস) বাংলায় অনুবাদ । হাদীস বিদ্যায় পারদর্শী ইমামদের মধ্যে ইয়াহ্‌ইয়া বিন শর্‌ফুদ্দীন আন্‌-নওয়াবী রাহিমাহুল্লাহ্‌ অতি পরিচিত নাম। সুপ্রসিদ্ধ হাদীস সংকলন ‘রিয়াদুস্‌ সালেহীন’-এর সংকলক ইমাম আন্‌-নওয়াবী রাহিমাহুল্লাহর ‘চল্লিশ হাদীস’ সংকলনটি অতি ক্ষুদ্র হওয়া সত্ত্বেও এতে নির্বাচিত হাদীসের বিষয়বস্তুর গুরুত্ব ও প্রয়োজনীয়তা এ সংকলনকে শুরু থেকেই অতি জনপ্রিয় করে রেখেছে।
যারা ইসলামকে জানতে ও বুঝতে চান তাদের জন্য হাদীসের জ্ঞান লাভ করা অত্যাবশ্যকীয়। কারণ, কুরআনের পরই হাদীস হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থার মূল উৎস। ইসলামের মৌলিক বিষয়াদি সম্পর্কে কারো ধারণা পূর্ণ ও নির্ভূল হতে হলে, হাদীসের জ্ঞান অত্যাবশ্যকীয়।

An-Nawawi’s 40 Hadiths
By Imam Yahya Ibn Sharaf An-Nawawi
Muslim Scholar—Syria
It is narrated that Prophet Muhammad (peace and blessings be upon him) said, “Whoever collects for my Ummah 40 hadiths of its religion will be resurrected among the scholars.” Although this hadith is weak, many scholars of Islam have indulged in uncountable attempts throughout history to collect hadiths on various religious issues. The most famous collection of 40 hadiths of all time is the one collected by Imam Abu Zakariyyah Moheyiddin Yahya ibn Sharaf An-Nawawi who died in AH 676. The collection is known as Al-Arba`ain An-Nawawiah or An-Nawawi’s 40 Hadiths