আবু হামযাহ্ আনাস বিন মালেক রাদিয়াল্লাহু ‘আনহু-রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের খাদেম-হতে বর্ণিত হয়েছে, নবী-সাল্লাল্লাহু-আলাইহি-ওয়াসাল্লাম-বলেছেনঃ
“তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে।”
বুখারীঃ ১৩, মুসলিমঃ ৪৫
On the authority of Abu Hamza Anas bin Malik, the servant of the Messenger of Allah, that the Prophet (peace and blessings be upon him) said:
“None of you [truly] believes until he wishes for his brother what he wishes for himself.”
Narrated by Al-Bukhari and Muslim