রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের স্নেহাস্পদ দৌহিত্র আবু মুহাম্মাদ হাসান বিন আলী বিন আবী তালিব রাদিয়াল্লাহু ‘আনহুমা-হতে-বর্ণিত-হয়েছে,-তিনি-বলেছেনঃ
“আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে এ কথা শুনে স্মরণ রেখেছিঃ সন্দেহযুক্ত বিষয় বর্জন করে সন্দেহমুক্ত বিষয় গ্রহণ কর।”
[তিরমিযীঃ ২৫২০, নাসায়ীঃ ৫৭১১, ইমাম তিরমিযী বলেছেনঃ হাদীসটি সহীহ হাসান]
On the authority of Al-Hasan bin Ali, the grandson of the messenger of Allah, who said : I memorized from the Messenger of Allah his saying:
“Leave that which makes you doubt for that which does not make you doubt.”
Narrated by At-Tirmidhi and An-Nasa’i, and At-Tirmidhi said it is an authentic hadith (hasan sahih).