হাদীসের আলোকে সুন্নাহঃ ১০

 

রাসূল সা. বলেন,

“যে ব্যক্তি আমার একটি (মৃত) সুন্নাত জীবিত করে এবং লোকেরা তদনুযায়ী আমল করে, সেও আমল কারীর অনুরূপ পুরস্কার পাবে। এতে আমলকারীর পুরস্কার কিছুমাত্র কম হবে না। অপরদিকে যে ব্যক্তি কোন বিদআতের উদ্ভাবন করে এবং সে অনুযায়ী আমল করা হয়, তার উপর আমলকারীর পাপের বোঝার অনুরূপ বোঝা বর্তাবে। এতে আমলকারীর পাপের পরিমাণ কিছুই কমানো হবে না”। ইবনু মাযাহ: ২০৯

আজ সমাজে উন্নত যান্ত্রিক ও তথাকথিত আধুনিকতার নাম ভাংগিয়ে মুসলিম জাতি বিজাতীয় সংস্কৃতিকে রপ্ত করতে মরিয়া হয়ে উঠছে এবং সুন্নাতকে পুরাতন ও অচল বলে দূরে ঠেলে দিচ্ছে। আর ফলস্বরুপ মুসলিম জাতিকে বিভ্রান্ত করার চক্রান্তে অপশক্তি জয়ী হয়ে উল্লাসে মেতে উঠেছে ও শয়তান খুশিতে ডগডগ করছে। আমাদের বোধোদয় কবে হবে? আমরা নিজেদের ঐতিহ্যকে ধারন কবে করবো এবং আবার সেই রাসূল স.এর প্রতিষ্ঠা করা সুন্দর এক জাতিতে পরিনত হতে পারবো?

সকলে মিলে চলুন আবার আমরা একটি একটি সুন্নাতকে জানি ও প্রতিষ্ঠা করার উদ্যোগ নেই ও বিদ’আত থেকে দূরে থেকে বিজাতী ও শয়তানের চক্রান্তকে ধূলিস্যাৎ করে দেই এবং মহান রবের কাছেই সাহায্য চাই।