হাদীসের আলোকে সালাত-১

 

আনাস রা. বলেন, ‘মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরজ করা হয়। অতঃপর তা কমিয়ে পাঁচ ওয়াক্ত করা হয়। পরে ডেকে বলা হয়, হে মুহাম্মদ, আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় না। তুমি এ পাঁচ ওয়াক্ত সালাতের বিনিময়ে পঞ্চাশ ওয়াক্ত সালাতের সওয়াব অর্জন করবে।’ (আহমদ, নাসায়ি ও তিরমিজি)

একেক ওয়াক্তের সালাত আদায়ে ১০ওয়াক্তের সালাত আদায়ের সওয়াব রয়ে যাবে। তাহলে ভাবা প্রয়োজন যে এই সালাতের মান বা ধরন কেমন হওয়া প্রয়োজন। মহান আল্লাহ আমাদের এতো সহজ সুযোগ দিয়েছেন তা পাওয়ার জন্য কি আমরা প্রস্তুত থাকি সেইভাবে!

পবিত্র কুরআনে সালাত শব্দটি ৬৬ বার এসেছে। আর এ ধাতু থেকে নির্গত শব্দসমূহ এসেছে ৩৩ বার। সর্বমোট ৯৯ বার। এছাড়া সালাতের সমার্থবোধক ও তার প্রতি ইঙ্গিতসূচক শব্দও এসেছে বহুবার। যেমন-‘রুকূকারী’, ‘সিজদাকারী’, ‘আল্লাহর জন্য সিজদা করে’ ইত্যাদি।