হাদীসের আলোকে সাওম-২

আবূ হুরায়রা (রাঃ)

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুই বার বলে, আমি সওম পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ্‌র নিকট মিসকের সুগন্ধির চাইতেও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য। তাই এর পুরস্কার আমি নিজেই দান করব। আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ।       সহিহ বুখারী, হাদিস নং ১৮৯৪

 

সিয়ামকে ঢাল হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কোন আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য একে ঢাল বলা হয়েছে-তা বুঝার জন্য আমাদের চিন্তাকে উন্মোচন করা প্রয়োজন।

অনেক মূল্যবান একটি হাদীস। বৃষ্টির মাঝে ছাতা যেমন, যুদ্ধের ময়দানে সৈ্নিকের ঢাল যেমন উদ্দেশ্য পূরন করে থাকে, ঠিক তেমনি সাওম একদিকে ছাতার মত নিরাপদ রাখে ময়লা অপরিচ্ছন্নতা থেকে, তেমনি সৈ্নিকের ঢালের মতো ক্ষতিকর দিক থেকে হেফাজত করে সিয়ামকারীকে। পাশাপাশি এইঢালের সাহায্যে নিজেকে সাহসিকতার সাথে খুব সহজে নির্দিষ্ট লক্ষ্যে পৌছানোর সুযোগ করে নিতে পারে।

হাদীসের আলোকে যেন সিয়ামকে ঢাল হিসেবে নিতে পারি আমল করে যেতে পারি সেই অনুসারে, মহান আল্লাহ আমাদের তাওফিক দান করুন।