কেউ যদি বিয়ের ওয়ালিমা দা‘ওয়াত দেয় তাহলে সে দা‘ওয়াত কবুল করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الْوَلِيمَةِ فَلْيَأْتِهَا.
‘তোমাদের কাউকে যখন ওয়ালিমার দাওয়াত দেয়া হয়, সে যেন তাতে অংশ নেয়।’ বুখারী: ৫১৭৩; মুসলিম: ৩৫৮২।
অপর এক হাদীসে তিনি বলেন,
وَمَنْ لَمْ يُجِبِ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ.
‘আর যে দাওয়াত কবুল করল না সে যেন আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যাচরণ করল।’মুসলিম : ৩৫৯৮।
বর্তমানে যে সকল অনুষ্ঠানের দাওয়াত দেয়া হয় সেই সকল অনুষ্ঠানে যদি হারাম বাজনা নাচ গান নারী পুরুষের মিক্সিং থাকে তা না যাওয়াটা শরীয়া। দাওয়াত কবুলের পূর্বেই অবস্থা জেনে নেয়া উত্তম। যে ক্ষেত্রে খুব কাছের আত্মীয় সম্পর্ক কারো অনুষ্ঠান হয় যেখানে অনুপস্থিত থাকলে সম্পর্কের ছেদ হতে পারে, সেই সকল অনুষ্ঠানেও হারাম পরিবেশ থাকলে তা থেকে নিজেকে মুক্ত রেখেই কুশলাদি জানিয়ে চলে আসতে হবে। যা নীচের প্রশ্নের উত্তরে জানা যায়।
https://www.youtube.com/watch?v=N5_E2DSnS8E
নব দম্পতির জন্য নিচের দু’আ করা সুন্নত। আবূ হুরায়রা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন কোনো ব্যক্তি বিবাহ করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন,
بَارَكَ اللَّهُ لَكَ ، وَبَارَكَ عَلَيْكَ ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ.
‘আল্লাহ তোমার জন্য বরকত দিন, তোমার ওপর বরকত দিন এবং তোমাদের উভয়কে কল্যাণে মিলিত করুন।’ আবূ দাউদ, সুনান : ২১৩০