আসসালামু’আলাইকুম।
রাসূল সা. বলেন, ‘যখন মানুষ মারা যায়, তখন তার আমল (ও সওয়াব) বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল ব্যতীত (যেগুলোর সওয়াব বন্ধ হয় না) :
(১) সাদাকায়ে জারিয়া,
(২) ইলম যার দ্বারা (লোকের) উপকার সাধিত হয় এবং
(৩) সুসন্তান, যে তার (পিতা-মাতা) জন্য দো‘আ করে’
(মুসলিম, মিশকাত হা/২০৩)।
হাদীসের আলোকে জ্ঞান-২
রাসূল সা. বলেন, ‘আল্লাহ যার কল্যাণের ইচ্ছা করেন তাকে দ্বীনের সুষ্ঠু জ্ঞান দান করেন। আর আমি নিছক বণ্টনকারী। মূলতঃ দান করেন আল্লাহই’
(মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২০০)।
হাদীসের আলোকে জ্ঞান-৩
রাসূল সা. বলেন, ‘যে ব্যক্তি জ্ঞানার্জনের উদ্দেশ্যে কোন পথ অবলম্বন করে আল্লাহ এর বিনিময়ে তার জন্য জান্নাতের একটি পথ সহজ করে দিবেন। তাদের সম্মানে ফেরেশতারা নিজেদের পাখা বিছিয়ে দেয় এবং তাদের জন্য যমীন ও আসমানের সকল কিছু এমনকি পানির মাছ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে। একজন ইবাদতকারীর উপর জ্ঞানীর মর্যাদার তুলনা হল সমস্ত তারকারাজির উপর চাঁদের মর্যাদার তুলনা। জ্ঞানীরা হলেন নবীদের উত্তরাধিকারী। নবীগণ উত্তরাধিকার হিসাবে দীনার বা দিরহাম (অর্থ-সম্পদ) রেখে যান না বরং তারা জ্ঞানকে রেখে যান। যে তা গ্রহণ করলো সে যেন পূর্ণ অংশই পেল’
(আবুদাঊদ, তিরমীযী, ইবনে মাজাহ, সনদ ছহীহ) ।