হাদীসের আলোকে চিকিৎসা-১২

রাসূল স. বলেছেন—কোন ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে তখন আল্লাহতায়ালা তার নিকট দু’জন ফেরেশতা পাঠিয়ে বলেন, দেখো হে ফেরেশতা! সে তার শুশ্রুষাকারীর সাথে কী কথাবার্তা বলছে। যদি সে অসুস্থ হবার কারনে মহান আল্লাহ রাব্বুল আলামীনের গুণকীর্তন করতে থাকে, তবে সে খবর ফেরেশতারা আল্লাহর নিকট নিয়ে যান। যদিও আল্লাহ স্বয়ং সবকিছু জানেন। অতঃপর আল্লাহ তায়ালা ঘোষনা করেন, আমি যদি তাকে মৃত্যুর সংগে আলিংগন করাই তবে তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর যদি তাকে রোগমুক্তি দেই তবে তার খারাপ গোশতকে উত্তম গোশত দ্বা্রা আর দূষিত রক্তকে উত্তম রক্ত দ্বা্রা পরিবর্তন করে দেবো এবং তার পাপরাশিকেও দূর করে দেবো।

মুয়াত্তা ইমাম মালিক: ১৭৫০,৩৪৬৫

 

অনেকে অসুস্থ হলে বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে অভিযোগ তুলে ধরেন ও অসন্তুষ্টি প্রকাশ করে থাকেন যা অসুস্থ্যতার যে নিয়ামত তা থেকে বঞ্ছিত হয়ে যায়।