রাসূল স. বলেছেন,
মহান আল্লাহ এমন কোন রোগ বা ব্যাধি সৃষ্টি করেননি, যার ঔষধ বা প্রতিষেধক তিনি পাঠাননি বা সৃষ্টি করেননি। সহিহ বুখারি: ৫২৬৭
প্রত্যেক রোগেরই ঔষধ আছে। সুতরাং যখন রোগ অনুযায়ী ঔষধ প্রয়োগ করা হয়,তখন আল্লাহর হুকুমে রোগী আরোগ্য লাভ করে থাকে। সহিহ মুসলিম: ৫৫৫৫
মহান আল্লাহ বলেছেন-
যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন। সূরা আশ শুয়ারা:৮০
তাহলে আমাদের মহান রবের উপর তাওয়াক্কুল করে তাঁরই কাছে সুস্থতার জন্য চাইতে হবে এবং সুস্থ্য হওয়ার জন্য আধুনিক চেষ্টা যা শরীয়তে অনুমোদিত পদ্ধতিতে ব্যবস্থা নিতে হবে।
নিশ্চয়ই আল্লাহ তায়ালা রোগ বা ব্যাধি ও তার নিরাময় উভয়ই নাযিল করেছেন এবং প্রত্যেক রোগেরই ঔষধ সৃষ্টি করেছেন। সুতরাং তোমরা প্রয়োজনে ঔষধ ব্যবহার করো। কিন্তু অবৈ্ধ বা হারাম কোন বস্তু দ্বারা চিকিৎসা করো না। আবু দাউদ: ৩৮৩০