হাদীসের আলোকে গুনাহ মাফের আমলঃ১৬

ইমাম তাবারানী (রাহিমাহুল্লাহ) ইবনু ‘আব্বাস (রযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন,

‘তোমাদের শরীরকে পবিত্র রাখো, আল্লাহ তা’আলা তোমাদের পবিত্র করবেন। যে ব্যক্তি পবিত্রাবস্থায় (ওযু অবস্থায়) রাত্রি যাপন করবে, অবশ্যই একজন মালাইকা তার সাথে রাত্রি যাপন করবে, রাতে যখন সে পার্শ্ব পরিবর্তন করে তখনই আল্লাহর সমীপে ক্ষমা প্রার্থনা করতঃ বলে, হে আল্লাহ! আপনার এ বান্দাকে ক্ষমা করুন। কেননা সে পবিত্রাবস্থায় (ওযু অবস্থায়) ঘুমিয়েছে।’

[আত্ তারগীব ওয়াত্ তারহীব, কিতাবুল নাওয়াফেল-হা. ১/৪০৮-৪০৯, সনদ জায়েদ।]

 

 

মালাইকাদের দোয়ায় ধন্য ও সৌভাগ্যবান ব্যক্তিদের একজন যিনি মানুষকে ভাল কথা শিক্ষা দিয়ে থাকেন।

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

‘নিশ্চয় মানুষকে ভাল কথা শিক্ষা প্রদানকারীর প্রতি আল্লাহ তা’আলা দয়া করে থাকেন এবং মালাইকারা, আসমান-জমিনের অধিবাসীরা এমনকি গর্তের পিপিলিকা ও পানির মাছেরাও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে।’

[সুনান আত তিরমিযী-হা. ২৮২৫, ৭/৩৭৯-৩৮০, শায়খ আলবানী এ হাদীসটি সহীহ বলেছেন, দেখুন : সহীহ সুনানুত তিরমিযী-২/৩৪৩]।