হাদীসের আলোকে গুনাহ মাফের আমলঃ১৪

হাদীসের আলোকে গুনাহ মাফের আমলঃ২২

রাসূল (সাল্লাল্রাহু ‘আলাইডি ওয়া সাল্লাম) বলেছেন, “যে দু’জন মুসলিম পরস্পর মিলিত হয়ে মুসাফাহ করে তাদের আলাদা হবার পূর্বেই তাদের সগীরা গুনাহ ক্ষমা করে দেয়া হয়।” সুনান আবু দাউদ- হা. ৫২১২, সুনান আত তিরমিযী হা. ২৭২৭, সুনান ইবুন মাহাজ হা. ৩৭০৩, মিশকা-তুল মাসা- বীহ- হা. ৪৬৭৯, সনদ সহীহ।

 

 

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “এক ব্যক্তি রাস্তা দিয়ে তার চলার সময় কাঁটাদার গাছের একটি ডাল পেল এবং সেটাকে রাস্তা হতে অপসারণ করল, আল্লাহ তার এ কাজকে কবুল করলেন এবং তাকে মাফ কর দিলেন।” সহীহুল বুখারী হা. ২৪৭২।

 

 

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি খাবার পর বলবে- সেই আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি আমাকে আমার ক্ষমতা ও শক্তি ছাড়াই এই খাবার খাইয়েছেন এবং এই রুজি দান করেছেন, – তাহলে তার বিগত সকল গুনাহ ক্ষমা করা হবে।” সুনান আত তিরমিযী হা. ৩৪৫৮, সুনান আবূ দাঊদ- হা. ৪০২৩, মিশকা-তুল মাসা-বীহ- হা. ৪৩৪৩, সনদ সহীহ।