হাদীসের আলোকে গুনাহ মাফের আমলঃ১১

 

আবু হুরায়রাহ (রা.) হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ (সা.) মিম্বরে আরোহণ করে পর্যায়ক্রমে তিনবার আমীন বললেন। অতঃপর এর কারণ জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল! ইতিপূর্বে তো এরূপ করতেন না? তখন তিনি কারণ বললেন, আমাকে জিবরাঈল (আ.) এসে বলে গেলেন যে-

(১) ঐ ব্যক্তি আল্লাহর করুণা হতে বিতাড়িত অথবা আল্লাহ তাকে ধ্বংস করুন যে রমযান মাসে উপনীত হওয়ার পর তার যথাযোগ্য হক্ব আদায় করল না, ফলে তার পাপরাশি মার্জিত হলো না, আমি এটা শ্রবণ করে বললাম : আমীন।

(২) পুনরায় আমাকে জানালেন, ঐ ব্যক্তি আল্লাহর করুণা হতে বিতাড়িত বা ধ্বংস হোক, যে তার মাতা-পিতা বা এদের কাউকে জীবদ্দশায় পেয়ে তাদের যথাযথ আনুগত্য বা এদের সেবাযত্ন না করার ফলে জান্নাতে প্রবেশের উপযোগী হলো না, তখন আমি বললাম : আমীন।

(৩) এরপর আরেকটি বিষয় সম্পর্কে আমাকে অবগত করালেন, ঐ ব্যক্তি আল্লাহর রহমাত হতে বিতাড়িত বা ধ্বংস হোক, যার সম্মুখে আপনার নাম উচ্চারিত হবে অথচ সে আপনার প্রতি সালাত (দরূদ) (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পাঠ করল না, তখন আমি বললাম, ‘আমীন’। [হাসীদটি বর্ণনা করেছেন ইবনু খুযাইমাহ-৩য় খণ্ড, পৃ.-১৯২, মুসনাদ আহমাদ-২য় খণ্ড, পৃ.-২৬৪ এবং বায়হাকী-৪র্থ খণ্ড, পৃ.-২০৪, আলবানী একে হাসান বলেছেন]