হাদীসের আলোকে গীবত-১২

আসসালামু’আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

গীবতের পরিণতি প্রসঙ্গে হাদীসে কুদসীতে এসেছে : নিশ্চয়ই কিয়ামতের দিন বান্দাকে তার আমলনামা খোলা অবস্থায় দেয়া হবে। সে তাতে এমন কতগুলো নেকী দেখবে যা সে আমল করেনি। সে বলবে : হে প্রভু! আমি এই নেকীগুলো অর্জন করিনি। তিনি বলবেন : লোকেরা তোমার নিন্দা করেছিল, তারই বদলে আমি এগুলো লিপিবদ্ধ করেছি। অপর এক বান্দার সামনে কিয়ামতের দিন তার আমলনামা খুলে দেয়া হবে। সে বলবে : হে প্রভু! আমি কি অমুক দিন অমুক পুণ্য করিনি? তখন তাকে বলা হবে, তুমি লোকদের নিন্দা করতে। ফলে সেসব পুণ্য তোমার আমলনামা হতে মুছে ফেলা হয়েছে।

 

গীবতের শাস্তি সম্পর্কে আবু দাউদে হযরত আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : মিরাজের রাতে যখন আসমানের ওপর গমন করি, তখন এমন কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম যারা তাদের চেহারা ও মুখমণ্ডল তাদের নখ দিয়ে (কোনো কোনো রেওয়ায়েতে তাদের নখ ছিল তামার) আঁচড়াতে ছিল। তখন আমি জিজ্ঞেস করি, হে জিব্রাইল, এরা কারা? তিনি বলেন, এরা তারা যারা দুনিয়াতে অন্য লোকের গোশত ভক্ষণ করত (অর্থাৎ গীবত করত) এবং মানুষের ইজ্জত নষ্ট করত।