শিষ্ঠাচার সংক্রান্ত হাদীস—৮ (পিতা মাতার ভূমিকা-১ )

 

আজ বড় বেশী প্রয়োজন সেই ধরনের পিতামাতা যারা সন্তানকে গড়ে দিবে,সমাজকে উপহার দিবে শান্তির বার্তা।

রাসূল স.বলেছেন-

“তোমাদের সন্তানদের প্রথম কথা শিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহ।” বায়হাকী, ওয়াবুল ঈমানঃ ৮৬৪৯।

আলী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সা. বলেন,

 “তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও।

(ক) তোমাদের নবীর প্রতি ভালোবাসা

(খ) তাঁর পবিত্র আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং

(গ) কুরআন তিলাওয়াত।

 কুরআনের ধারকরা নবী-রাসুল ও আল্লাহর প্রিয় বান্দাদের সাথে আল্লাহর ‘আরশের ছায়াতলে থাকবে, যখন তাঁর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না।”  জালালুদ্দীন সুয়ুতী, জামেউল আহাদীস, হাদীস নং-৯৬১।