রাসূল(সঃ) আমাকে বললেন, আমি জানি কখন তুমি আমার প্রতি খুশী হও এবং কখন রাগান্বিত হও।
আমি বললাম, কি করে আপনি তা বুঝতে পারেন ?
তিনি বললেনঃ যখন তুমি সন্তুষ্ট থাক তখন বল, না, মুহাম্মদের রবের শপথ! কিন্তু তুমি যখন আমার উপর অসন্তুষ্ট থাক তখন বল, না, ইবরাহীমের রবের শপথ!
আমি বললাম, হ্যা আল্লাহর কসম, ইয়া রাসুলুল্লাহ! আমি আপনার নাম ছাড়া আর কিছুই বাদ দেই না। বুখারী কিতাবুন নিকাহঃ৪৮৪৫
লক্ষ্য করুন কত সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্ক । আমাদের সমাজে আজ খুবই অভাব এই জিনিষটির। অনেকে রাগ করে মুখে অশালীন কথা বলে ফেলেন বা জিনিষ নষ্ট করে ফেলেন বা অন্য কোথাও চলে যান। আবার অনেক পুরুষ ভয়ানক হিংস্র আচরন করেন স্ত্রীর সাথে। এটা খুবই দুঃখজনক এবং একজন মুমিন/মুমিনা হিসাবে বেমানান। মতের অমিল হওয়াটা এবং রাগ আসাটা অস্বাভাবিক কিছু নয় কারন প্রতিটি মানুষের মাঝে আল্লাহ এইটি দিয়েছেন কিন্তু এইগুলোর সঠিক ব্যবহারের দিক নির্দেশনাও মহান আল্লাহ দিয়েছেন। এখানেই আমাদের সবার পরীক্ষা। তাই এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মুমিন/মুমিনার গুন অর্জন করতে হবে । তাহলে ক্ষণস্থায়ী এই দুনিয়া ও আখেরাতে আমরা ইনশা আল্লাহ পুরস্কৃত হবো। আয়েশা(রাঃ) এর রাগ প্রকাশের ধরন দেখুন এবং রাসুল(সঃ) স্বামী হিসাবে তা বুঝে নরম আচরন দেখুন। মহান আল্লাহ আমাদের সবাইকে উন্নত চরিত্রের অধিকারী করুন।–আমীন