শিষ্ঠাচার সংক্রান্ত হাদীস—৬ (অশালিন উক্তি/গালী)

এই অভ্যাসটা যা আমাদের শিক্ষিত ও অশিক্ষিত ধনী ও গরীব অনেক পরিবারে দেখা যায়।

অনেকে আবার এটাকে নিজেদের কথা বলার সাথে সহজাত করে নেয়। সেই বিষয়টি হলো বাবা-মা তুলে গালি দেয়া।

খুব সহজেই রাগের সময় অনেকেই গালি দিতে একটুও বিব্রত বা শংকাবোধ করে না। আবার অনেক পরিবারে  গৃহকর্মীকে এইভাবে গালি দেয় যা পরিবারের সন্তানটি শিখে ফেলে এবং পরবর্তীতে বাইরে বা নিজের জীবনে তার প্রতিফলন দেখা যায়। আসুন  আমরা হাদীস থেকে জানার চেষ্টা করি। আল্লাহ আমাদের ও পরিবারের সবাইকে এই গুনাহ থেকে হেফাজত করুন-আমীন

রাসূল(সঃ) বলেছেন—

কোন ব্যক্তি তার পিতা-মাতাকে গালি দেয়া কবীরা গুনাহের অন্তর্ভূক্ত। লোকেরা জিজ্ঞেস করলো, হে আলাহর রাসূল, কোন লোক কি পিতা-মাতাকে গালি দিতে পারে? তিনি বললেন-হ্যা (দিয়ে থাকে)। যেমন-একজন অপরজনের বাপকে গালি দেয়, তখন সেও পালটা এ লোকের বাপকে গালি দেয়, আবার ঐ ব্যক্তি একজনের মা’কে গালি দেয়, ফলে সেও এ ব্যক্তির মা’কে গালি দেয়। সুতরাং ব্যক্তি নিজেই তার পিতা-মাতাকে এভাবে গালি শুনায়।

সহীহ মুসলিম-১ম খণ্ডঃ১৭১

রাসূল(সঃ) বলেছেন

ভীষন কলহপ্রিয় লোক আল্লাহর নিকট সবচাইতে ঘৃণ্য।  বুখারী, তিরমিযীঃ২৯১৪-আবওয়াবু তাফসীরি কুর’আন