আল্লাহ তিন ব্যক্তিকে পছন্দ করেন, তাদের একজন ঐ ব্যক্তি,
“যার একজন মন্দ প্রতিবেশী রয়েছে, সে তাকে কষ্ট দেয়। তখন ঐ ব্যক্তি সবর করে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা রাখে। একপর্যায়ে ঐ প্রতিবেশীর ইন্তেকাল বা চলে যাওয়ার মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দেন”। মুসনাদে আহমদঃ ২১৩৪০; বায়হাকী,৯১০২
প্রতিবেশী কষ্ট দিলে কি করা প্রয়োজন-হতে পারে আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয় তাই বলে কি আমিও প্রতিবেশীকে কষ্ট দিব? মুমিন তো সর্বদা ভালো আচরণ করে। মুমিনের গুণ তো
“তোমার সাথে যে মন্দ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ কর।’
আল্লাহ বলেন, “প্রকৃতপক্ষে যে সবর অবলম্বন করে ও ক্ষমা প্রদর্শন করে, এটাতো বড় হিম্মতের কাজ”।(সূরা শূরা : ৪৩)
তাই মহান রবের মুমিন হওয়ার লিষ্টে নাম রাখতে চাইলে আমাকেতো সবর নিতেই হবে। এরফলে অনেক ক্ষেত্রে প্রতিবেশী বোধোদয় হয় এবং খুব ভালো প্রতিবেশী হয়ে যান। আর তা না হলেও ক্ষতি নেই মহান রবের কাছেতো পাওয়া যাবে ইন শা আল্লাহ। এটাইতো আসল প্রাপ্তি।
মন্দ প্রতিবেশী থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। কারণ একজন মন্দ প্রতিবেশী সাধারণ জীবনযাত্রাকে ব্যাহত করবে বা আমাকেও মন্দের দিকে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“তোমরা অবস্থানস্থলের মন্দ প্রতিবেশী থেকে আল্লাহর কাছে পানাহ চাও; কারণ মরু অঞ্চলের অস্থায়ী প্রতিবেশী পরিবর্তিত হয় (কিন্তু অবস্থানস্থলের প্রতিবেশী সেরূপ নয়)”।সুনানে কুবরা, হাদিস: ৫৫০২ বায়হাকী, হাদিস: ৯১০৬